নেতৃত্ব হারালেও গর্জন কমেনি কোহলির

প্রোটিয়া সফরে যাওয়ার আগেই বিরাট কোহলিকে ওয়ানডে নেতৃত্ব থেকে জোর করেই সরিয়ে দেওয়া হয়েছিল। যে ঘটনা নিয়ে কম নাটক হয়নি। অধিনায়কত্ব গেলেও বিরাট কোহলির আগ্রাসন যে একটুও কমেনি তার পরিচয় পাওয়া গেল মাঠেই। প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে তিনি বিবাদে জড়িয়ে পড়েন।

মাঠের মধ্যেই তর্ক করতে দেখা যায় দুই দেশের দুই তারকাকে।  

kalerkantho

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংসে ঘটনাটি ঘটে। শর্ট কভারে ফিল্ডিং করছিলেন কোহলি। তার দিকে একটি বল খেলে বাভুমা ক্রিজ ছেড়ে কিছুটা বেরিয়ে আসেন। রান আউটের সুযোগ থাকায় কোহলি সঙ্গে সঙ্গে বল ধরে উইকেটের দিকে ছুড়ে মারেন। বলটি বাভুমার পায়ের পাশ দিয়ে উইকেটরক্ষকের দিকে চলে যায়। কোহলির ছোড়া বল বাভুমার গায়ে না লাগলেও এই ঘটনায় তিনি খুব বিরক্ত হন। বাভুমার যুক্তি ছিল, তিনি যেহেতু ক্রিজে পৌঁছে গেছেন, তাই বল ছুড়ে মারার দরকার ছিল না।  

রেগেমেগে কোহলিকে উদ্দেশ্য করে কিছু বলে বসেন বাভুমা। এতেই চটে যান কোহলি। তিনিও পাল্টা জবাব দেওয়া শুরু করেন। পরে আম্পায়ারদের মধ্যস্থতায় দুজনকে শান্ত করা হয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে হারের পর ওয়ানডে সিরিজের শুরুটাও ভালো হয়নি ভারতের। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেটে ২৯৬ রান করে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক বাভুমা ও ভ্যান ডার ডুসেন সেঞ্চুরি করেন। জবাবে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ তোলা ভারত ৩১ রানে হেরে যায়।

LEAVE A REPLY