৪৬ বছরের শোয়েব এখনো ১৪০ কিলোমিটার গতিতে বল করেন!

জঙ্গি উপদ্রুত দেশ হওয়ায় ক্রিকেটবিশ্বে একঘরে হয়ে যাওয়া পাকিস্তান এখন ধীরে ধীরে বাকিদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বিনির্মাণ করার চেষ্টা করছে।  পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার এবার লিজেন্ডস লিগ ক্রিকেটে খেলতে এসেছেন। গত দুই আসরে সাবেক তারকাদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে পাকিস্তানের কেউ ছিল না। এবার আছেন শোয়েব, মিসবাহ উল হকেরা।

এই আসরে খেলতে এসেই শোয়েবকে নিয়ে কথা বলেছেন মিসবাহ।

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বলটি করেছিলেন শোয়েব আখতার। সেটি ছিল ১৬১.৩ কিলোমিটার গতির আগুনের গোলা। সেই শোয়েব আখতারের বয়স এখন ৪৬। এখনও নাকি তার হাত থেকে আগুনের গোলা বের হয়! অন্তত মিসবাহ সেই দাবিই করেছেন, ‘এই টুর্নামেন্টে এত কিংবদন্তিকে দেখতে পেরে ভালো লাগছে।  শোয়েব কিন্তু এখনো ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে। আশা করি, মানুষকে বিনোদন দিতে পারব। লিজেন্ডস লিগ খেলি বা অন্য যাই খেলি, তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। ‘

এবারের আসরে এশিয়ান লায়ন্সদের নেতৃত্বে আছেন মিসবাহ উল হক। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় তারা খেলতে নামবে ইন্ডিয়া মহারাজাসের বিপক্ষে। বীরেন্দ্র শেবাগের অনুপস্থিতিতে ভারতের দলটির নেতৃত্বে থাকা মোহাম্মদ কাইফ বলেন, ‘আমি কিন্তু এখনও নড়ত চড়তে পারি। কয়েক মাস আগে যখন এমন এক লিগে খেলেছিলাম, তখন অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের মধ্যে খেলার প্রতি আবেগ ও ভালোবাসা দেখেছি। নিবেদনটা এখনো তেমনই আছে। সমর্থকেরা ভারত ও পাকিস্তানকে মুখোমুখি দেখতে পছন্দ করে। আমি আশা করি পাকিস্তানি খেলোয়াড়দের বিপক্ষে দারুণ কিছু মুহূর্ত পাব। ‘

LEAVE A REPLY