সুপ্রিম কোর্টে ভার্চুয়াল কোর্টে মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবীদের গাউন (কালো রঙের) পরতে হবে না। সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশে বৃহস্পতিবার এ বিজ্ঞপ্তি দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভার্চ্যুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট বা শাড়ি বা সালোয়ার কামিজ ও জাজেস কোট পরিধান করবেন।
আর আইনজীবীদের ব্যপারে বলা হয়েছে, আইনজীবীরা ভার্চুয়াল পদ্ধতিতে মামলা
শুনানিকালীন ক্ষেত্রমতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও
প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ ও কালো কোট/শেরওয়ানি পরিধান করবেন।
উপরোক্ত উভয় ক্ষেত্রে গাউন পরিধানের বাধ্যবাধকতা নেই।
শারীরিক উপস্থিতিতে চলার দেড় মাসের মাথায় গত বুধবার (১৯ জানুয়ারি) ফের ভার্চুয়াল আদালতে ফেরে সুপ্রিম কোর্টের বিচারকাজ।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলায় প্রধান বিচারপতির নির্দেশে এ সিদ্ধান্ত দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
২০২০ সালের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে দেশের সব আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ওই সময় দেশের বিচারব্যবস্থা কার্যত বন্ধ ছিল।
পরে সুপ্রিম কোর্টের অনুরোধে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্য বা যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় দিতে পক্ষদের উপস্থিতি নিশ্চিত করতে আদালতকে তথ্য-প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা দিয়ে আইন হয়। ১১ মে দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়।