জনপ্রিয় মার্কিন গায়ক মিট লোফ আর নেই

মেটাল ও হার্ড রক শ্রোতাদের প্রিয় গায়ক মিট লোফ

মার্কিন গায়ক মিট লোফ (৭৪) মারা গেছেন। তাঁর `ব্যাট আউট অব হেল’ সর্বকালের সর্বাধিক বেশি বিক্রীত অ্যালবামের অন্যতম। বিশ্বব্যাপী তাঁর গানের অ্যালবাম বিক্রি হয়েছে ১০ কোটিরও বেশি।

শুক্রবার এই খ্যাতিমান গায়কের পরিবার তাঁর মৃত্যুর খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

মিট লোফের প্রকৃত নাম মাইকেল লি অ্যাডে। ৬৫টি চলচ্চিত্রে তাঁর গান ব্যবহৃত হয়েছে।

ছয় দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য কর্মজীবন তাঁর। মিট লোফের বিখ্যাত গানগুলোর মধ্যে ব্যাট আউট অব হেল ট্রিলজি সবচেয়ে বেশি সমাদৃত। এ ছাড়া একই অ্যালবামের ‘প্যারাডাইস বাই দ্য ড্যাশবোর্ড লাইট’ এবং ১৯৯৩ সালের ব্যাট আউট অব হেল টু অ্যালবামের ‘আই শুড ডু অ্যানিথিং ফর লাভ’ ব্যাপক জনপ্রিয়তা পায়।  

২০১৬ সালে বাৎসরিক কিউ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে  তাঁকে হিরো অ্যাওয়ার্ড দেওয়া হয়। ‘দৈনন্দিন জীবনের প্রকৃত নায়কদের’ সেই সম্মাননা উৎসর্গ করেছিলেন মিট লোফ।

মিট লোফের কর্মজীবন শুধু সংগীতেই সীমিত থাকেনি। ১৯৯৯ সালে ‘ফাইট ক্লাব’ এবং ১৯৯২ সালে ”ওয়েন’স ওয়ার্ল্ড”সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

শারীরিক কিছু জটিলতার কথা জানিয়েছিলেন মিট লোফ। তিনি হাঁপানির (অ্যাজমা) সমস্যায় ভুগছিলেন।  


সূত্র : ডেইলি মেইল

LEAVE A REPLY