সাকিবদের বোলিং তোপে দিশেহারা চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপদে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেরে বাংলার সেই চিরচেনা উইকেটে তারা ৩৩ রানেই ৩ উইকেট হারিয়েছে। দলীয় ৬ রানে প্রথম আঘাত হানেন নাঈম হাসান। তার বলে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হয়ে ফিরেন উইকেটকিপার ব্যাটার কেনার লুইস।

তিনে নেমে আফিফ হোসেন একটি ওভার বাউন্ডারি মেরে অন্য কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ক্যারিবীয় পেসার আলঝারি জোসেফের বলে ১২ রান করে ধরা পড়েন উইকেটকিপারের গ্লাভসে। এরপর মঞ্চে আবির্ভাব বরিশাল অধিনায়ক সাকিবের। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূল ক্রিকেটের বাইরে থাকা সাব্বির রহমান।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৈকত আলি, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলঝারি জোসেফ, জ্যাক লিন্টট, নাইম হাসান ও সালমান হোসেন ইমন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, কেনার লুইস, উইল জ্যাকস, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, শামীম পাটোয়ারী, নাইম ইসলাম, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম।

LEAVE A REPLY