বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি ইন্ডিয়া গেটের অগ্নিশিখা স্থানান্তরিত হচ্ছে

অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা নিবেদন করছেন মোদি

৫০ বছর পর নিভতে চলেছে নয়াদিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা। তবে একেবারে নিভিয়ে ফেলা হচ্ছে না একে। ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে আজ শুক্রবার এ অগ্নিশিখা স্থানান্তরিত হবে নবনির্মিত ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মৃতিতে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকার প্রতিষ্ঠা করেছিল ‘অমর জওয়ান জ্যোতি’।

১৯৭২ সালের ২৭ জানুয়ারি ইন্দিরা গান্ধী ওই স্মৃতিসৌধের উদ্বোধন করেছিলেন।  

পাথরের স্তম্ভে উল্টো করে রাখা রাইফেল এবং তার ওপর একটি সেনা শিরস্ত্রাণের আদলে তৈরি স্মারক রয়েছে সেখানে। এর সামনে সবসময় জ্বলতে থাকে আগুনের শিখা। এবার তা নিয়ে যাওয়া হচ্ছে কাছেই, প্রায় আধ কিলোমিটার দূরের ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ।

২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনের আগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়া গেট চত্বরে ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এর উদ্বোধন করেছিলেন।  

ওই সময় অভিযোগ উঠেছিল, কাশ্মীরের পুলওয়ামা সন্ত্রাসের প্রেক্ষাপটে দেশপ্রেমের ধুয়া তুলে লোকসভা নির্বাচনে জেতার জন্যই বিজেপি সরকারের ওই পদক্ষেপ। ঘটনাক্রমে এবার প্রজ্জ্বলিত শিখা স্থানান্তরও হচ্ছে উত্তরপ্রদেশসহ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের কিছুদিন আগে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত ভারতীয় সেনা-জওয়ানদের স্মৃতিতে ৪০ একর জমিতে তৈরি হয়েছে ওই যুদ্ধ-স্মারক। চারটি চক্রের আকারে বানানো হয়েছে এর দেয়াল। চক্র চারটির নাম হলো- অমর চক্র, বীরতা চক্র, ত্যাগ চক্র এবং রক্ষক চক্র।  

এগুলোর দেয়ালে লেখা রয়েছে নিহত সেনাদের নাম। ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ লড়াইগুলোর মু‌্যরালও থাকছে দেয়ালে। সবচেয়ে ছোট চক্রটি অর্থাৎ অমর চক্রের মাঝখানে রয়েছে স্তম্ভ। শহীদ সেনাদের স্মৃতিতে অগ্নিশিখা জ্বলছে সেখানেও। তাতেই এবার মিশে যাচ্ছে ‘অমর জওয়ান জ্যোতি’।
সূত্র: আনন্দবাজার।

LEAVE A REPLY