রাজৈরে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষে আহত ৫০

মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হয়। শুক্রবার দুপুরে রাজৈরের টেকেরহাট বন্দরের কাঠেরপোল এলাকায় এই ঘটনা ঘটে।

সংঘর্ষে প্রায় ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১৮ শর্টগানের রাউন্ড   গুলি ও ১১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষে আহতদের রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক জানান, খবর পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১৮ শর্টগানের  রাউন্ড গুলি ও ১১ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY