১৬ বছর পর হামিন আহমেদের একক গান

হামিন আহমেদ

দীর্ঘ ১৬ বছর পর গতকাল নতুন একক গান নিয়ে হাজির হয়েছেন হামিন আহমেদ। নতুন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডসের ব্যানারে গতকাল প্রকাশ পেয়েছে বাংলা ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পীর গানচিত্রটি। টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে একযোগে উন্মুক্ত হয়েছে গানচিত্রটি। কৌশিক হোসেন তাপসের কথা ও সংগীতায়োজনে রোমান্টিক গানটিতে সুর দেওয়ার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন হামিন।

গানটির প্রথম লাইন ‘যেওনা চলে, না বলে, কিছু না বলে, যেতে নেই’। গানচিত্রটির উপস্থাপন নিয়ে ভীষণ রোমাঞ্চিত ‘মাইলস’ ব্যান্ডের এই সদস্য। হামিন আহমেদ বলেন, ‘টিএম রেকর্ডস যেভাবে যত্ন নিয়ে গানটির অডিও-ভিজ্যুয়াল উপস্থাপন করেছে, এ ধরনের মানসম্পন্ন কাজ দেশে আমি খুব একটা দেখিনি। গানের কথাগুলোও সবার পরিচিত ঠেকবে। জীবনে কখনো না কখনো এমন সময় পার করেছে প্রায় সব মানুষই। ‘

kalerkantho

গানচিত্রটির একটি দৃশ্যে মডেল আফরিন রাজিয়া তৃনা ও নিবিড় আহমেদ নাহিদ

কণ্ঠ দেওয়ার পাশাপাশি এখানে গিটারও বাজিয়েছেন হামিন। মালদ্বীপে চিত্রায়িত গানচিত্রটিতে মডেলদের পাশাপাশি দেখা যাবে তাঁকেও। মডেল হয়েছেন আফরিন রাজিয়া তৃনা ও নিবিড় আহমেদ নাহিদ।

এর আগে ২০০৬ সালে সর্বশেষ একক গান প্রকাশিত হয়েছিল হামিন আহমেদের। ব্যান্ডের গানের বাইরে এরপর আর কোনো গানে কণ্ঠ দেননি। হামিন বলেন, ‘আমার সংগীতজীবনে মাইলসের বাইরে খুব বেশি সময় দিইনি কোথাও। এখন থেকে ব্যান্ডের বাইরেও গান করব। যে ধরনের গান আমার ভালো লাগে তেমন গানই গাইব। ‘

LEAVE A REPLY