মৌসুমী আক্তার সালমা
গায়িকা মৌসুমী আক্তার সালমা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। নিজের ছোট মেয়ে সাফিয়ার নামে চালু করেছেন ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশন থেকে গরিব শিক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি গরিব-দুঃখীদের মাঝে ত্রাণ বিতরণ করছেন কয়েক বছর ধরে। এর বাইরে চার মাস ধরে সালমা একটি মাটির ব্যাংকে টাকা জমাচ্ছিলেন।
কাল সেই ব্যাংকটি ভেঙেছেন। গুনে দেখেন মাত্র চারমাসেই অংকটা দাঁড়িয়েছে প্রায় লাখ টাকা! তখনই সালমার মনে এলো, টাকাটা নিজে খরচ না করে অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেবেন।

মাত্র চারমাসেই প্রায় লাখ টাকা জমিয়েছেন সালমা
সালমা বলেন, ‘আবার করোনার প্রকোপ বেড়েছে। মানুষ কাজ হারাতে শুরু করেছে। অনেকে পরিবার নিয়ে চলতে হিমশিম খাচ্ছে। আমার মনে হয়েছে টাকাটা তাঁদের মাঝে ভাগ করে দিলে কিছুদিন অন্তত কয়েকজন মানুষ ভালোভাবে চলতে পারবে। এরমধ্যে আমার ফাউন্ডেশনের কয়েকজন স্বেচ্ছাসেবীর সঙ্গে কথা বলেছি। তারা বেছে বেছে তালিকা করছে। শিগগিরই টাকাগুলো কয়েকজনের হাতে তুলে দিতে পারব। ’