করোনাক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে তুষার খান

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তুষার খান

করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা তুষার খান। কয়েক দিন ধরেই সর্দিকাশিতে ভুগছিলেন মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা। তাঁর বাসাতেই কভিড পরীক্ষা করার ব্যবস্থা করেন অভিনেতা আনিসুর রহমান মিলন। পরীক্ষার পর ১৯ জানুয়ারি পজিটিভ ফল আসে।

কাশির বেগ বেড়ে যাওয়া এবং শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।  বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তাঁর ফুসুফুস এরই মধ্যে ৫০ ভাগ সংক্রমিত হয়েছে। আনিসুর রহমান মিলন জানান, আজ দুপুরে তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে নেওয়া হয়।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম আজ দুপুরে বলেন, ‌’এক সপ্তাহ ধরে সর্দিকাশিতে ভুগছিলেন তুষার ভাই। আমি পরশু ফোন দিয়েছিলাম। কিন্তু কাশির তীব্রতা বেড়ে যাওয়ায় তিনি আমার সঙ্গে কথাই বলতে পারছিলেন না। পরে গতকাল (শনিবার) গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করানো হয়।   তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা-নীরিক্ষার পর জানা যায় তাঁর ফুসফুস ৫০ ভাগ আক্রান্ত। এখন চিকিৎসা চলছে। আমরা নিয়মিতই খোঁজখবর রাখছি। ‘

kalerkantho

রিয়েলিটি শো’র বিচারক হিসেবে 

তুষার খানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘তুষার ভাইয়ের ফুসফুসের সমস্যার চিকিৎসা চলছে। তাঁর হৃৎপিণ্ডে সমস্যা থাকায় একটু আলাদাভাবে চিকিৎকরা পরিচর্যা করছেন। ‘

তুষারের হাসপাতালে ভর্তির খবরে সকলের নিকট সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়ে আহ্বান জানাচ্ছেন তারকারা। অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর নিজের ফেসবুকে লিখেছেন, ‘ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক প্রার্থনা করি আমাদের সবার প্রিয় তুষার ভাইকে সুস্থ করে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরিয়ে দিক। যেন ভাইয়ের সঙ্গে মন খুলে না বলা আরো অনেক কথা বলতে পারি, শুনতে পারি। ‘

kalerkantho

কোনো এক রেকর্ডিংয়ে তুষার খান

মঞ্চ, সিনেমা এবং নাটক তিন মাধ্যমেই সমানতালে অভিনয় করে দর্শক-গ্রহণযোগ্যতা পেয়েছেন অভিনেতা তুষার খান। ১৯৮২ সালে নাট্যদল আরণ্যকে যোগ দেওয়ার পর দলের প্রায় সব নাটকে অভিনয় করেছেন তিনি। উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ইবলিশ’, ‘ওরা কদম আলী’, ‘সমতট’, ‘ময়ূর সিংহাসন’, ‘জয় জয়ন্তী’ ইত্যাদি।

টিভি নাটকে তুষার প্রথম অভিনয় করেন ড. ইনামুল হকের গল্প অবলম্বনে একটি নাটকে। তবে টিভি নাটকে প্রথম সাড়া ফেলেন ‘ইতিকথা’ নাটকে অভিনয় করে। চাষী নজরুল ইসলামের ‘আজকের প্রতিবাদ’-এর মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। প্রয়াত সালমান শাহর সঙ্গে ‘বিক্ষোভ’ ছবিতে তাঁর অভিনয় মনে দাগ কেটেছিল দর্শকের।

তুষারের গ্রামের বাড়ি টাঙ্গাইলের বাসাইলের কাঞ্চনপুর।

LEAVE A REPLY