যাঁরা মেরে খেলেন তাঁদের বোলিং করতে ভালো লাগে’

বিপিএলের মঞ্চে গতকাল রবিবার দুর্দান্ত বোলিং করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তাঁর বোলিং ফিগার হলো ৪-০-৯-৩! আরেকটু হলেই তিনি বিপিএলের ইতিহাসে ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান দিয়ে ৩ বা এর বেশি উইকেট নেওয়ার রেকর্ডটা নিজের করে নিতে পারতেন।  ২০১৬ সালে নাজমুল ইসলাম অপু ৮ রানে নিয়েছিলেন ৩ উইকেট। রেকর্ড গড়তে না পারলেও বোলিং খুব উপভোগ করেছেন নাসুম।

মিনিস্টার ঢাকাকে ৩০ রানে হারিয়ে দেওয়ার পর নাসুম সাংবাদিকদের বলেন, ‘আমি সচরাচর উইকেট পাই না, পাওয়ারপ্লেতে বোলিং করি। আমার লক্ষ্যই থাকে, দলকে একটা ভালো শুরু এনে দেওয়া। আজ যেহেতু ১০/১২ ওভার পর আবার এসেছি, তখন উইকেট পেয়ে ভালো লাগছে। বোলিংটা অনেক উপভোগ করেছি। অনেক ডট বল দিয়েছি এ জন্য ভালো লাগছে। আমি টি-টোয়েন্টিতে বোলিং করতে খুব উপভোগ করি, বিশেষ করে পাওয়ারপ্লেতে বল করতে বেশ ভালো লাগে। ‘

আসলে পাওয়ারপ্লেতে সব ব্যাটারই দ্রুত রান তুলে নিতে চান। বোলারদের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। কিন্তু এই সময়েই নাকি বোলিংটা উপভোগ করেন নাসুম। তাঁর ভালো লাগে মারকুটে ব্যাটারদের বিপক্ষে বল করতে। নাসুম আরো বলেন, ‘যাঁরা বেশি মেরে খেলেন তাঁদেরকে বোলিং করতে আমার বেশ ভালো লাগে। আমি তাঁদেরকে খুব ভালো পড়তে পারি। এমন উইকেটে ১৬১ ডিফেন্ড করতে পেরে খুবই খুশি আমি। পাওয়ারপ্লেতে আমাদের বোলাররা খুবই ভালো করেছে, মাঝের ওভারগুলোতেও ভালো করেছে। ‘

LEAVE A REPLY