বিপিএলে তামিম ভালো খেলছে : পাপন

দীর্ঘ ইনজুরি কাটিয়ে ৫০ ওভারের বিসিএল দিয়ে মাঠে ফিরেছিলেন তামিম ইকবাল। দেশের সেরা এই ওপেনার বিসিএলে তেমন ছাপ রাখতে পারেননি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে প্রথম দুই ম্যাচেই পেয়েছেন ফিফটি। তামিম ইকবালকে রানে ফিরতে দেখে খুব খুশি বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

সাংবাদিকদের কাছে তিনি নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন।

চলতি বিপিএলের অষ্টম আসরে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলছেন তামিম। দলটিতে আরো আছেন মাশরাফি বিন মর্তুজা। যদিও তিনি ইনজুরিতে মাঠের বাইরে। তামিম প্রথম দুই ম্যাচেই করেছেন ফিফটি। উদ্বোধনী দিনে ৪১ বলে ৫০ রান করার পর গতকাল করেছেন ৪৫ বলে ৫২ রান। তবে তাঁর দল একটি ম্যাচও জিততে পারেনি।

তামিমের ধীরগতির ব্যাটিং নিয়ে ক্রিকেটাঙ্গনে আলোচনা-সমালোচনা থাকলেও নাজমুল হাসান পাপনের খুব পছন্দ হয়েছে। গতকাল দ্বিতীয় ম্যাচ শেষে তামিমের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘তামিম ভালো খেলছে। ও তো সব সময়ই ভালো খেলে। ইনিংস আরো বড় করা উচিত। ফিফটি হয়ে গেলেই মারমুখী হতে যাচ্ছে, আউটও হয়ে যাচ্ছে। ইনিংস আরো বড় করা উচিত, কারণ ও সত্যিই অনেক ভালো খেলছে। ‘

LEAVE A REPLY