প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনী রবিবার জানিয়েছে, তারা ওমান উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় ৪০ টন ইউরিয়া সার বহনকারী একটি জাহাজ আটক করেছে।
ইরানের দিক থেকে আসা জাহাজটি ইয়েমেনের উপকূল রক্ষীদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউরিয়া সার কৃষিতে ব্যবহারের পাশাপাশি বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা যেতে পারে।
সাগরের যে রুট থেকে অভিযান চালিয়ে জাহাজটি আটক করা হয় সে পথে আগে ইরান থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে অস্ত্র পাচারের চেষ্টা করা হয়েছে।
এই একই জাহাজ গত বছর কয়েক হাজার অস্ত্র বহন করার সময় মার্কিন নৌ বাহিনীর হাতে ধরা পড়েছিল।
যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনী বলেছে, গত মঙ্গলবার আটকানোর পর তারা ওই জাহাজে তল্লাশি চালিয়েছে। পরে জাহাজটি ইয়েমেনের কাছে হস্তান্তর করা হয়। বাহরাইনভিত্তিক যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর জানিয়েছে, তাদের দুটি ক্ষেপণাস্ত্রবাহী ও টহল জাহাজ সারবহনকারী ওই জাহাজটি আটক করে সেখানে তল্লাশি চালায়। আটককৃত জাহাজে কোনো দেশের পতাকা ছিল না।
এ অঞ্চলে চরম উত্তেজনাপূর্ণ সময়ে জাহাজ জব্দের ঘটনাটি ঘটল। সম্প্রতি আবুধাবিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রাণঘাতী হামলা চালিয়েছে। এর জবাবে এই সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বিমান হামলা চালায়।
সূত্র: এএফপি।