নরওয়েতে তালেবান ও পশ্চিমা কর্মকর্তারা বৈঠকে বসেছেন

নরওয়েতে তালেবান আলোচকরা

আফগানিস্তানের তালেবান সদস্যরা নরওয়েতে পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। গত বছরের মধ্য-আগস্টে আবার দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইউরোপ তথা পাশ্চাত্যে এটাই তালেবানের প্রথম প্রকাশ্য ও আনুষ্ঠানিক আলোচনায় বসার ঘটনা।

একাধিক পক্ষের তিন দিনের এ আলোচনায় মূলত মানবাধিকার এবং মানবিক সংকট নিয়ে আলোচনা করা হবে।

জাতিসংঘ বলছে, চরম অর্থনৈতিক সংকটে পড়া আফগানিস্তানের ৯৫ শতাংশ নাগরিকের যথেষ্ট পরিমাণ খাদ্যের সংস্থান নেই।

সমালোচকরা দাবি করেছেন, কট্টরপন্থী তালেবানের সঙ্গে বৈঠকের মাধ্যমে তাদের পুরস্কৃত করা হচ্ছে, যা উচিত নয়। এ নিয়ে ইউরোপে কয়েকটি বিক্ষোভও হয়েছে।

রবিবার তালেবান সদস্যরা আফগান মানবাধিকারকর্মীদের সঙ্গে আলোচনা করেছেন। তবে সেই বৈঠকের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

জামিলা আফগানি নামে একজন নারীবাদী কর্মী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আলোচকরা ‘সদিচ্ছা’ দেখিয়েছেন। তিনি বলেন, ‘দেখা যাক তারা কথার ওপর ভিত্তি করে কাজ কী করেন। ’
সূত্র : এএফপি, বিবিসি।

LEAVE A REPLY