বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজ সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস জিতে মেহেদি মিরাজের চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম। এখন পর্যন্ত একটি ম্যাচ খেলে জয় পেয়েছে খুলনা। অন্যদিকে চট্টগ্রাম দুই ম্যাচ খেলে জয় পেয়েছে একটিতে।
অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে খুলনা টাইগার্স। অন্যদিকে চট্টগ্রাম একাদশে এসেছে একটি পরিবর্তন। মুকিদুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন রেজাউর রহমান।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : কেনার লুইস (উইকেটকিপার) উইল জ্যাকস, আফিফ হোসেন, সাব্বির রহমান, মেহেদি মিরাজ (অধিনায়ক), বেনি হাওয়েল, শামীম হোসেন, নাঈম ইসলাম, নাসুম আহমেদ, রেজাউর রহমান, শরীফুল ইসলাম।
খুলনা টাইগার্স একাদশ : তানজিদ হাসান, আন্দ্রে ফ্লেচার, রনি তালুকদার, মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটকিপার), ইয়াসির আলী, থিসারা পেরেরা, মেহেদি হাসান, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, নাভিন উল হক, কামরুল ইসলাম।