প্রশান্ত কিশোর: ২০২৪ সালে বিজেপিকে হারানো সম্ভব, তবে

প্রশান্ত কিশোর বামে

ভারতের নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর বলেছেন,  তিনি ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে পারে এমন একটি বিরোধী ব্লক গঠনে সাহায্য করতে চান।  

সোমবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ”লোকসভা নির্বাচনের সেমিফাইনাল হিসেবে বিবেচনা করা সামনের মাসে বিধানসভা নির্বাচনের ফল অনুকূল না হলেও এটি ‘ খুবই সম্ভব’। ”

প্রশান্ত কিশোর বলেন, ‘বিজেপিকে ২০২৪ সালের নির্বাচনে পরাজিত করা সম্ভব? উত্তর হলো, জোরালোভাবে হ্যাঁ। কিন্তু বর্তমানের প্রার্থী এবং কাঠামো দিয়ে কি তা সম্ভব? সম্ভবত না।

সামনের মাসের বিধানসভা নির্বাচনকে ২০২৪ সালের লোকসভা ভোটের ফলের পূর্বাভাস হিসেবে বিবেচনা করার ব্যাপারে সতর্ক করে প্রশান্ত বলেন, ‘এটা খুবই সম্ভব যে বিজেপি এই রাউন্ডে সবকিছু জিতবে এবং তারপরও  ২০২৪ সালে হারতে পারে। ২০১২ সালে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি জিতেছিল, উত্তরাখণ্ডে কংগ্রেস এবং মনিপুরে কংগ্রেস জিতেছিল। কিন্তু ২০১৪ সালের ফল ছিল একেবারেই ভিন্ন। ‘

সফল এ কৌশলবিদ আরও বলেন, ‘ বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্র, তামিলনাড়ু আর কেরালার কথা বিবেচনা করুন।   জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় এ অঞ্চলের মোটামুটি ২০০টি লোকসভা আসনের মধ্যে বিজেপি মাত্র ৫০ টি জিততে সক্ষম হয়েছে৷ বাকি ৩৫০ আসনে নিজেদের অবস্থান ধরে রাখতে লড়াই করছে তারা। ‘

প্রশান্ত কিশোর যুক্তি দেন, কংগ্রেস বা তৃণমূল বা অন্য কোনো দল কিংবা এই দলগুলোর জোট যদি নিজেদেরকে পুনর্গঠিত এবং যথেষ্ট তহবিল সংগ্রহ করে ওই ২০০ থেকে শখানেক আসন জেতার চেষ্টা করে তাহলে বিরোধীরা ২৫০-২৬০ আসন পর্যন্ত পৌঁছাতেও পারে। ‘

প্রশান্ত কিশোর আরও বলেন, ‘সুতরাং, (বিজেপিকে পরাজিত করে) উত্তর ও পশ্চিমে আরও ১০০ আসন জেতা সম্ভব। আমি একটি বিরোধী ফ্রন্ট গঠনে সাহায্য করতে চাই, যারা ২০২৪ সালের লোকসভা ভোটে আরও শক্তিশালী হয়ে লড়াই করতে পারবে। ‘
সূত্র: এনডিটিভি।

LEAVE A REPLY