ক্যামেরুনে স্টেডিয়ামে প্রবেশের সময় পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু

ক্যামেরুনে আফ্রিকা কাপ অব নেশন্স ফুটবলের ম্যাচ দেখতে গিয়ে পদদলিত হয়ে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। কমোরোস বনাম ক্যামেরুনের মধ্যকার এই ম্যাচ দেখতে গিয়ে এ ছাড়া ১২ জনের মতো গুরুতর আহত হয়েছেন।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ক্যামেরুনের রাজধানী ইয়াওন্ডেয় পল বিয়া স্টেডিয়ামের প্রবেশপথে দর্শকরা চিৎকার করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, মাঠের বাইরে হাজারো দর্শক প্রবেশের জন্য লড়াই করছে।

ক্যামেরুনে করোনাবিধির কারণে স্টেডিয়ামে ৮০ শতাংশের বেশি দর্শক ঢোকার নিয়ম নেই। কিন্তু স্বাগতিক দলের খেলা বলেই ৬০ হাজার আসনের স্টেডিয়ামে খেলা দেখতে হাজির হয়েছিলেন ৫০ হাজারের বেশি মানুষ। এ কারণে স্টেডিয়ামে ঢোকার সময় সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে।

স্টেডিয়ামে ঢোকার সময় পদদলিত হয়েই প্রাণ হারায় আটজন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, এই ম্যাচে কমোরাসকে ২-১ গোলে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশন্স বা অ্যাফকনের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ক্যামেরুন।

LEAVE A REPLY