হারের জন্য বাজে ব্যাটিংকে দায়ী করলেন মাহমুদউল্লাহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে ফের হারের মুখ দেখেছে তারকাসমৃদ্ধ দল মিনিস্টার গ্রুপ ঢাকা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সানরাইজার্সের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। এবারের আসরে চার ম্যাচে এটি ঢাকার তৃতীয় পরাজয়। ম্যাচ শেষে মুখ খুলেছেন ঢাকা দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহ বলেন, ‘আমি মনে করি, উইকেট ভালো ছিল, উইকেটে কোনো সমস্যা নেই। আমরা যেভাবে ব্যাটিং করেছি তাতে খুবই হতাশ। আমরা জুটি গড়তে পারিনি। আমরা যেন ম্যাচের মাঝপথেই হেরে গিয়েছিলাম। আমাদের শুরুটাও ভালো ছিল না। ’

এক বছরেরও বেশি সময় পর মাঠে নামা মাশরাফি বিন মুর্তজা সম্পর্কে ঢাকার দলপতি বলেন, ‘ফিটনেস নিয়ে অনেক কাজ করেছেন মাশরাফি। তিনি আমাদেরকে উইকেটও এনে দিয়েছেন। কিন্তু আমরা সবাই মিলে ভালো পারফরম্যান্স করতে পারিনি। আমরা এই ম্যাচটা জিতে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে যেতে চেয়েছিলাম। আমাদের নিজেদের ব্যাটিং নিয়ে আরো কাজ করতে হবে এবং নিজেদেরকেও আরো চোয়ালবদ্ধ হতে হবে। ’

উল্লেখ্য, আজকের প্রথম ম্যাচে মাত্র ১০০ রানে গুটিয়ে যায় ঢাকা। ১০১ রানের টার্গেটে ৭ উইকেট ও ১৮ বল হাতে রেখেই পৌঁছে যায় সিলেট। ওপেনার এনামুল হক বিজয় সর্বোচ্চ ৪৫ রান করেন। কলিন ইনগ্রাম ২১ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া মোহাম্মদ মিঠুন ১৭ ও লেন্ডল সিমন্স ১৬ রান করেন। ১৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সিলেটের স্পিনার নাজমুল ইসলাম অপু।

LEAVE A REPLY