বিউটি ব্লগারকে যৌন নির্যাতন : আরজে নীরার জামিন নামঞ্জুর

ট্রান্সজেন্ডার বিউটি ব্লগার সাদ মুআকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলায় আরজে সাইমা শিকদার নীরার জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন।

সোমবার নীরার পক্ষে আইনজীবী শরিফুল ইসলাম জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘নীরা নির্দোষ। তিনি ঘটনার বিষয়বস্তুর সঙ্গে মোটেও জড়িত নন। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। সবকিছু বিবেচনায় নিয়ে তার জামিন মঞ্জুরের প্রার্থনা করছি।’ উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ভাটারা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রনপ কুমার।

এর আগে গত ২২ জানুয়ারি নীরাকে গ্রেফতার করে র‌্যাব। গতকাল রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে ২১ জানুয়ারি ভাটারা থানায় মামলা করেন ট্রান্সজেন্ডার বিউটি ব্লগার। মামলার অভিযোগে বলা হয়, অনলাইনে পরিচয়ের সূত্র ধরে গত ১০ জানুয়ারি রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযুক্তের বাসায় গিয়েছিলেন বিউটি ব্লগার। সেই বাসায় তাকে যৌন নির্যাতন এবং হত্যার হুমকি দেওয়া হয়।

LEAVE A REPLY