শিল্পী সমিতির নির্বাচন হতে বাধা নেই

রাজধানীর বিএফডিসির মূল ফটক

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন ভোটাধিকার বঞ্চিত শিল্পীরা। সেই আবেদনের শুনানিতে আজ বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বলেন, ‘নির্ধারিত সময়ে নির্বাচন হতে কোনো বাধা নেই। ’
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। চলচ্চিত্র সমিতির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।  
নাহিদ সুলতানা যুথি বলেন, ‘সম্পূরক রুল চেয়ে যে আবেদন করা হয়েছিল সেটি আদালত নথিভুক্ত করেছেন। আগের রিটকারীদের সঙ্গে আরো ৮৭ জনের অন্তর্ভুক্তির আবেদন গ্রহণ করেছেন। এখন রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত রায় ঘোষণা করবেন। তবে এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে বাধা নেই। ’ 

LEAVE A REPLY