পদ্মশ্রী ফিরিয়ে দিয়ে সন্ধ্যা বললেন, আমার নব্বই বছরে এভাবে অপমান করবে?

সন্ধ্যা মুখোপাধ্যায়

অপমানিত ও অসম্মানিত হয়ে ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী ফেরালেন বাংলা গানের প্রখ্যাত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাচ্ছিল্যের সঙ্গে পুরস্কারের প্রস্তাব দেওয়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানান শিল্পী।

‘সংবাদ প্রতিদিন’কে গায়িকা বলেন, ‘এরা কী মনে করে বলুন তো? আমার নব্বই বছরে এসে এভাবে অপমান করবে? শেষ মুহূর্তে এসে এভাবে প্রস্তাব দিচ্ছে পদ্ম পুরস্কারের। তা ছাড়া আমি ভারতবর্ষে সেই বিরল গায়কদের একজন যে অসংখ্য বাণিজ্যিক ছবির গান শুধু গায়নি অনেক ক্লাসিক্যাল রেকর্ড করেছে।

অ্যালবাম বের করেছে বিভিন্ন ধরনের গানের। আমি একজন ক্লাসিক্যাল শিল্পীও। ওস্তাদ গুলাম আলী  খানের কাছে গান শিখেছি। ওস্তাদ আমির খানের কাছে তালিম নিয়েছি। একজন নামি ক্লাসিক্যাল  শিল্পীকে দেখান, যাকে এভাবে পদ্মশ্রী দিয়ে অসম্মান করা হয়েছে?

kalerkantho

ওস্তাদ গুলাম আলী খান, ওস্তাদ আমির খানের মতো গুণীদের কাছে তালিম নিয়েছেন সন্ধ্যা

এ ঘটনায় ক্ষুব্ধ ওপার বাংলার সংগীতাঙ্গন। এক সংবাদ সম্মেলনে নিজেদের ক্ষোভ উগড়ে দেন গীতিকবি কবীর সুমন, সাহিত্যিক আবুল বাশার। এ ছাড়া প্রতিবাদে শামিল হয়েছেন হৈমন্তি শুক্লা, নচিকেতা চক্রবর্তী, লোপামূদ্রা মিত্র প্রমুখ।

LEAVE A REPLY