হেইডেনের তাণ্ডবে ফাইনালে সিডনি সিক্সার্স

জয়ের পর হেইডেনের উল্লাস। ছবি: গেটি ইমেজ

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে চ্যালেঞ্জার্স ম্যাচে বুধবার সিডনি সিক্সার্স মুখোমুখি হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্সের। সেই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে সিডনিকে ফাইনালে পৌঁছে দিলেন হেইডেন কের।

অ্যাডিলেডের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০১ রানে ৪ উইকেট হারায় সিক্সার্স। তখন ৩৫ বলে আরো ৬৭ রান দরকার ছিল দলটির।

এরপর দলকে জয়ের দিকে নিয়ে যান হেইডেন ও শন অ্যাবট। ২০ বলে ৪১ রানের ঝড় তুলে অ্যাবট বিদায় নিলেও জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হেইডেন।

kalerkantho

( অর্ধশত রান করার পর হেইডেন কের। ছবি : গেটি )

৫৮ বলে ১০ চার ও ২ ছক্কায় অপরাজিত ৯৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হেইডেন। সিক্সার্সের আর কেউই বলার মতো স্কোর করতে পারেননি। অধিনায়ক ময়সেস হেনকিক্স ১৩ ও জ্যাক কের্ডার ১০ রান করেন।

kalerkantho

( উইকেট লাভের পর সিডনি সিক্সার্সের পেসার শন অ্যাবটের উল্লাস। ছবি : গেটি )

এর আগে টসে হেরে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান করে অ্যাডিলেড। জোনাথান ওয়েলস ৬২ ও ইয়ান কোকবেইন ৪৮ রান করেন। এ ছাড়া ম্যাচ রেনশর ব্যাট থেকে আসে ৩৬ রান।  দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন হেইডেন কের। শুক্রবার বিগ ব্যাশের ফাইনালে মুখোমুখি হবে পার্থ স্কোচার্স ও সিডনি সিক্সার্স।

LEAVE A REPLY