বিপাশা হায়াত
ডক্টর মুহম্মদ জাফর ইকবালকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়ার অভিমত জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। ‘কড়চা’ নামে একটি ফেসবুক পেইজে লেখা শেয়ার করে তার ওপর নিজের অভিমত জানিয়ে ‘অয়োময়’ ধারাবাহিকের অভিনেত্রী লেখেন, ‘জাফর স্যারের হাতে গড়া শাবিপ্রবি’র দায়িত্ব স্যারের হাতেই তুলে দেওয়া হোক। ‘
বিপাশার দাবির পক্ষে অধিকাংশ ভক্তই একমত প্রকাশ করেছেন। কেউ কেউ বিশ্লেষণ করে জাফর ইকবালকে ভিসি বানানোর বিরোধিতাও করেছেন।
এতে তাঁর ‘ক্লিন ইমেজ’ ক্ষুণ্ণ হবে বলেও মনে করছেন অনেকে ৷
ইয়াসিন আলী নামের একজন লিখেছেন, ‘শাবিপ্রবির দায়িত্ব স্যারের হাতে তুলে দেওয়ার মানে যদি স্যারের ওপর বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব অর্পণ করা বোঝানো হয়ে থাকে এই পোস্টে, তাহলে আমি বলব স্যারকে অত্যন্ত সম্মানের জায়গা থেকে নিচে নামিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক উনি। ওনার ভিসি হয়েই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকতে হবে এমন না। বরং ভিসি না হয়ে বর্তমান অবস্থায় থাকলেই ওনার সম্মানের জায়গাটা অক্ষুণ্ণ থাকবে। আমার ভয় হয়, উনি যদি কখনো ভিসির মতো কোনো বিতর্কিত পদের দায়িত্ব নিয়ে ফেলেন, তখন মানুষ ওনার প্রতি জাজমেন্টাল হয়ে যাবে। ওনার প্রত্যেকটা কাজের ভালো-মন্দ বিচার শুরু হবে, সাধারণ ছাত্র-ছাত্রী থেকে সবার মধ্যেই। ‘
বিপাশা হায়াত যে পোস্টটি শেয়ার করেছেন, তাতে শাবিপ্রবি শিক্ষার্থীদের অনশন ভাঙানোর একটি ছবি রয়েছে, যুক্ত রয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের বক্তব্য।
বিপাশা হায়াত বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের এ সু-অভিনেত্রী ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। আঁকিয়ে হিসেবেও তাঁর দারুণ দক্ষতা ৷ এশীয় চারুকলা প্রদর্শনী পুরস্কারও পেয়েছেন তিনি।