ছবি : মীর ফরিদঅ
করোনা নেগেটিভ হয়ে খুলনা টাইগার্সে যোগ দিয়েছেন সৌম্য সরকার। আজ শুক্রবার চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই তিনি মাঠে নেমেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। তবে হার্ডহিটিং এই ওপেনারের মাঠে ফেরা সুখকর হলো না। চট্টগ্রামের ১৪৩ রানের জবাবে শুরুতেই তাকে হারিয়ে বিপদে পড়ে যায় খুলনা টাইগার্স।
দলীয় ২ রানে টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে নামা সৌম্য ৩ বলে মাত্র ১ রান করে শরীফুল ইসলামের শিকার হন। শরীফুলের গুড লেন্থের বলটি ফ্লিক করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন বেনি হাওয়েলের হাতে।
এর আগে চট্টগ্রমের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে ১৪৩ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস হেরে ব্যাটিংয়ে নেমে তারা শুরুতেই বিপদে পড়েছিল। দলীয় ৩ রানে কেনার লুইসকে (১) ফরহাদ রেজার তালুবন্দি করেন নাবিল সামাদ। এরপর আফিফ হোসেন আর উইল জ্যাক গড়েন ৫৩ রানের দারুণ জুটি। এই জুটিতেই চট্টগ্রামের ইনিংসের ভিত পাকা হয়ে যায়। উইল জ্যাক ২৩ বলে ৪ বাউন্ডারিতে ২৮ রানে আউট হলেও আফিফ আজ ইনিংস বড় করেছেন। ফরহাদ রেজার বলে মেহেদি হাসানের তালুবন্দি হওয়ার আগে খেলেছেন ৩৭ বলে ৪৪ রানের ইনিংস। যাতে ছিল ৩টি চার এবং ২টি ছক্কার মার।
আশ্চর্য হলেও সত্যি যে, এই দুজন ছাড়া পরের তিন ব্যাটার দুই অঙ্কই ছুঁতে পারেননি! সাব্বির রহমান ৪, অধিনায়ক মেহেদি মিরাজ ৬, দুর্দান্ত ফর্মে থাকা বেনি হাওয়েল ৫, ব্যর্থতার বৃত্তে ঘোরা শামীম হোসেন ২ রানে আউট হন। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। ১৮তম ওভারে কামরুল হাসান রাব্বির শর্ট বলে ছক্কা মারতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েন রেজাউর। শেষের দিকে নাঈমের ১৮ বলে ২১* এবং শরীফুল ইসলামের ৮ বলে ৭* রানে নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৪৩ রান।