আসন্ন আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ লোকেশ রাহুলের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রশিদ খানকে প্রায় নিশ্চিত করে ফেলেছিল। কিন্তু তাদের হাত থেকে আফগান স্পিন সুপারস্টারকে অনেকটা ছিনিয়ে নিয়ে গেল আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদ। বেটিং কম্পানির সঙ্গে সম্পর্ক খতিয়ে দেখার জন্য এত দিন আহমেদাবাদের ছাড়পত্র আটকে ছিল। বোর্ড থেকে সবুজ সংকেত পেয়েই তারা দলবদলের লড়াইয়ে নেমে পড়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, লখনৌ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে রশিদ খানকে প্রথমে ১১ কোটি রুপি অফার করা হয়। ১৭ কোটি রুপিতে লখনৌর সঙ্গে প্রথম চুক্তিবদ্ধ ক্রিকেটার অধিনায়ক লোকেশ রাহুল। তবে আর্থিক প্রস্তাবে আফগানিস্তানের তারকা স্পিনার খুশি হতে পারেননি। সেই সুযোগে রশিদকে পেতে ঝাঁপিয়ে পড়ে আহমেদাবাদ। আহমেদাবাদ প্রথমে হার্দিক পান্ডিয়াকে ১৫ কোটি রুপিতে রাজি করায়। তারপর একই অঙ্কে রশিদ খানকেও সই করিয়ে চমক দেয়।
আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হচ্ছেন এবার হার্দিক পান্ডিয়া। প্রধান কোচ হচ্ছেন সাবেক পেসার আশীষ নেহরা। রশিদ খানের এক ঘনিষ্ঠ ব্যক্তি ইনসাইড স্পোর্টসকে জানিয়েছেন, ‘রশিদ খানের জন্য আমরা সেরা চুক্তি চেয়েছিলাম। এই মুহূর্তে সে বিশ্বের সেরা। ভারতীয় এবং বিশ্বের সেরা তারকাদের পারিশ্রমিক হিসেবে আর্থিক সম্মান দেওয়ায় আহমেদাবাদের সঙ্গেই সে চুক্তিবদ্ধ হয়েছে। তা ছাড়া আহমেদাবাদ দল পুরো বিষয়টা পেশাদারির সঙ্গে হ্যান্ডেল করেছে। ‘