তখন এত সুবিধা থাকলে শচীন এক লাখ রান করত : শোয়েব

টেস্ট এবং ওয়ানডেতে রান সংগ্রহের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন শচীন টেন্ডুলকার। বাইশ গজে নিয়মের ক্রমাগত বদলে ক্রিকেট খেলাটাই আজ ব্যাটার কেন্দ্রিক হয়ে গিয়েছে। যেখানে বোলারদের সুযোগ অনেকটাই কম। পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার মনে করেন, সেই সময় ব্যাটাররা এত সুবিধা পেলে ভারতের ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকার ১ লাখ রান করতেন! 

নিজের ইউটিউব চ্যানেলে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আলাপচারিতায় শোয়েব বলেন, ‘নতুন বলে নিয়ম আরও কঠোর করা উচিত।

 এখন ব্যাটারদের অনেক সুবিধা দেওয়া হচ্ছে। এখন তিনটি রিভিউ থাকছে, আমাদের সময় তিনটি রিভিউ থাকলে শচীন ১ লাখ রান করতে পারত! শচীনের জন্য সত্যই আমার কষ্ট হয়। সে খেলেছে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শেন ওয়ার্নদের বিপক্ষে। তাছাড়া এই প্রজন্মের ফাস্ট বোলারদের বিপক্ষেও খেলেছে। এজন্যই আমি শচীনকে খুব টাফ ব্যাটার বলি। ‘

শোয়েবের বক্তব্যের সঙ্গে একমত হয়ে শাস্ত্রী বলেন, ‘যদি কেউ ব্যালান্স করতে চায় তাহলে ওভার পিছু ২টি বাউন্সারে সীমাবদ্ধ রাখলে হবে না। বাউন্সার বাড়াতে দিতে হবে। তবেই রোমাঞ্চ বাড়বে। এখন যে পরিমাণ ক্রিকেট হয় সেটাও মাথায় রাখতে হবে। আমাদের সময় টি-টোয়েন্টি ক্রিকেট হতো না! বছরে ১২ থেকে ১৪টি টেস্ট হতো। বোলাররা অনেক বেশি ফিট থাকত। একই বোলার সব ফরম্যাটে খেললে, তার থেকে লাল বলের ক্রিকেটে একই জিনিস আশা করা যায় না। এভাবে এক-দুই বা তিন বছর পারফর্ম করা যায়! তারপর জ্বালানি ফুরিয়ে যাবে। ‘

LEAVE A REPLY