গুরুতর অসুস্থ সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভারতের এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তার কন্যার সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনিই সন্ধ্যাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন।
হাসপাতালে ভর্তি করানোর পর সন্ধ্যার শরীরের বিভিন্ন রকম প্রাথমিক পরীক্ষা করার কথা।
চিকিৎসকরা সব রকম প্রস্তুতি নিচ্ছেন।
অসুস্থ শিল্পীকে দেখতে হাসপাতালে যেতে পারেন মমতা নিজে। শিল্পীর জামাতা জানান, তার শাশুড়ির ফুসফুসে সংক্রমণ রয়েছে। শ্বাসকষ্ট রয়েছে এবং সামান্য জ্বরও রয়েছে।
বুধবার রাত থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁদের পারিবারিক চিকিৎসক হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। সে অনুসারে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিল্পীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তবে তার করোনা হয়েছে কি না, তা দেখার জন্য আরটিপিসিআর পরীক্ষা করানো হয়েছে। তবে সেই রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
পদ্মভূষণ প্রত্যাখ্যান বুদ্ধদেবের, সন্ধ্যা ফেরালেন পদ্মশ্রী
ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ খেতাব প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বিশিষ্ট বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। আর পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন প্রবীণ সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।
গত মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক এবং জনসেবামূলক ক্ষেত্রে অবদানের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করার কথা জানানো হয়৷
পশ্চিমবঙ্গের সর্বশেষ কমিউনিস্ট মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গত মঙ্গলবার রাতেই বিবৃতি দিয়ে ওই পুরস্কার প্রত্যাখ্যান করেন।
বিবৃতিতে বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি। ‘
বিজেপি নেতা নরেন্দ্র মোদি সরকারের দেওয়া এই সম্মান বুদ্ধদেব ভট্টাচার্য গ্রহণ করবেন কি না, তা নিয়ে আগে থেকেই সংশয় ছিল। বুদ্ধদেব ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দলের পলিটব্যুরোর সদস্য। তিনি ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন।
এদিকে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন প্রবীণ সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়৷ পুরস্কার ঘোষণার আগের দিন তাকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়৷ বিষয়টি তিনি ভালোভাবে নেননি বলেই শিল্পীর ঘনিষ্ঠ মহল জানিয়েছে।
কয়েক প্রজন্মের কাছে জনপ্রিয় শিল্পী সন্ধ্যা বলেছেন, ‘আমি বলে দিয়েছি, আমার পদ্মশ্রীর কোনও দরকার নেই। শ্রোতারাই আমার সব। ‘
১৯৭১ সালে ‘জয় জয়ন্তী’ এবং ‘নিশিপদ্ম’ ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সন্ধ্যা। ২০১১ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ উপাধিতে সম্মানিত করে।
সূত্র : আনন্দবাজার।