রাশিয়া আগামী মাসে ইউক্রেনে আক্রমণ করতে পারে : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, ”আগামী মাসে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার ব্যাপারে ‘স্পষ্ট শঙ্কা’ রয়েছে। ” হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে রাশিয়ার প্রধান দাবি যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করার পর সংকট সমাধানের ব্যাপারে আশা একেবারে সামান্য বলে মনে করছে মস্কো।

গত কয়েক সপ্তাহে ইউক্রেন সীমান্তে লক্ষাধিক রুশ সেনা জমায়েত রাখার বিষয়টি আক্রমণের আশঙ্কা তৈরি করেছে।

যদিও রাশিয়া বরাবরই আক্রমণের পরিকল্পনার কথা নাকচ করে দিয়ে আসছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময় রুশ হামলার সম্ভাব্য সময় সম্পর্কে মন্তব্য করেছেন তিনি।  

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন জানান, ‘প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আক্রমণ করতে পারে এমন একটি ‘স্পষ্ট আশঙ্কা’ আছে। ‘

রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে পশ্চিম ইউরোপে রাশিয়ার গ্যাস পাঠানোর একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

নর্ড স্ট্রিম টু নামে পাইপলাইনটি রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত যাবে। বৃহস্পতিবার বার্লিনে সরকারি কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া হামলা করলে প্রকল্পটি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।

পশ্চিমা মিত্ররা এরই মধ্যে বলেছিল, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে তারা দেশটির অর্থনীতিকে লক্ষ্যবস্তু করবে।
সূত্র : বিবিসি।

LEAVE A REPLY