১৯৭৮ সালে ক্রিস ও’নিল শেষবার কোনো অস্ট্রেলীয় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। ৪৪ বছর পর সেই খরা কাটালেন অ্যাশলে বার্টি। ফাইনালে ৬-৩, ৭-৬ (৭-২) সেটে যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলে কলিন্সকে হারিয়েছেন তিনি। ভ।
প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন বার্টি। শনিবার রড লেভার অ্যারেনায় ফাইনালে প্রথম থেকেই বিপক্ষের উপরে চাপ বাড়াতে থাকেন। কলিন্স ভুল করতে বাধ্য হচ্ছিলেন। প্রথম সেটে অনায়াসেই পকেটে পুরে ফেলেন বার্টি।
কিন্তু কলিন্স মোটেও এতো সহজে হার মানেননি। বার্টির চাপ সামলে দ্রুত একের পর এক উইনার মেরে নিমেষেই ৫-১ গেমে এগিয়ে যান। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর পালা শুরু হয় বার্টির। পরপর চারটি গেম জিতে খেলা ৫-৫ করে ফেলেন। দু’জনেই নিজেদের পরবর্তী সার্ভিস জেতায় সেটের ফল দাঁড়ায় ৬-৬। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে কলিন্সকে দাঁড়াতেই দেননি বার্টি। ৪-০ এগিয়ে যান। সেখান থেকে ৭-২ পয়েন্টে জিতে ম্যাচ ও ট্রফি দুটিই দখল করেন।
এই নিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন বার্টি। ২০১৯-এ প্রথম বার জিতেছিলেন ফরাসি ওপেন। এরপর গত বছর উইম্বলডন জেতেন। অবশেষে অস্ট্রেলিয়ার সমস্ত টেনিসপ্রেমীকে আনন্দ দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনও জিতে নিলেন তিনি।