মার্কিন যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেতে চেষ্টা করছে চীন

দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫সি’র ধ্বংসাবশেষ চীনের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা করছে আমেরিকা। সম্প্রতি ১০ কোটি ডলারের এফ-৩৫সি বিমানটি মার্কিন রণতরী ইউএসএস কার্ল ভিনসন থেকে উড্ডয়নের সময় ভূপাতিত হয়ে দক্ষিণ চীন সাগরে ডুবে গেছে।

এ সময় পাইলটসহ সাতজন মার্কিন সেনা আহত হয়। মার্কিন বিশেষজ্ঞদের ধারণা, চীন উন্নত প্রযুক্তির এই যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছে। এফ-৩৫সি হচ্ছে আমেরিকার সর্বাধুনিক প্রযুক্তির একটি নতুন বিমান। বিমানটি বিশেষায়িত এবং গোপন প্রযুক্তি ও যন্ত্রপাতিতে ঠাসা।বিশ্লেষকরা বলছেন, বিমানটি যেখানে পড়েছে, তা আমেরিকার দৃষ্টিতে আন্তর্জাতিক পানিসীমা। তাই এই বিমানের কাছে আগে যেই দেশ পৌঁছাবে, তারাই এর মালিকানা দাবি করতে পারবে। যারাই এটি পাবে তারাই অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমানটির সব রহস্য জেনে যাবে।

আমেরিকার প্রতিরক্ষা বিষয়ক পরামর্শদাতা আবি অস্টেন বলেছেন, বিমান ধ্বংসের জায়গা থেকে ১০ দিনের দূরত্বে একটি উদ্ধারকারী মার্কিন জাহাজ রয়েছে বলে জানা গেছে। তার মতে, বিমানের কাছে যেতে ১০ দিন লাগলে অনেক দেরি হয়ে যাবে।

মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, চীনের কাছে এই প্রযুক্তি নেই, তাই তারা যদি এই বিমানের দখল নিতে পারে, তাহলে সেটা হবে তাদের জন্য একটা বড় ধরনের অগ্রগতি।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের প্রতি চীনের কোনো আগ্রহ নেই। সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আমাদের আহ্বান, আপনারা শক্তি প্রদর্শনের পথ পরিহার করে এমন কাজ করুন যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।’

LEAVE A REPLY