টস হারেই ম্যাচ হার : বাংলাদেশ অধিনায়ক

ভারতের কাছে হেরে গতকাল শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেছে বাংলাদেশ যুব ক্রিকেট দলের। কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে তারা ৫ উইকেটে হেরেছে।  অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডের উইকেট শনিবার ছিল বেশ স্যাঁতস্যাঁতে। এমন উইকেটে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে বাংলাদেশ।

১১১ রান তুললেও কাজ হয়নি। ১০০ ওভারের ম্যাচ শেষ ৬৮ ওভারে।

ম্যাচের পর টস হারের ঘটনাকে দায়ী করেন বাংলাদেশ অধিনায়ক রকিবুল হাসান। তিনি বলেন, ‘আমার মনে হয়, টসেই আজকের (গতকালের) ম্যাচের ফল হয়ে গেছে। উইকেট শুরুতে অনেক নরম ছিল। ওদের বোলাররা এটির ফায়দা কাজে লাগিয়ে ভালো বল করেছে।  শুরুতে আমরা কিছু শট খেলেছি, যা খেলা উচিত হয়নি। যদি আমরা কিছু সময় নিতাম, ১০-১৫ ওভার দেখে খেলতাম, তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো। ‘

ব্যাটারদের দায় দেওয়ার পেছনেও যুক্তি আছে। এই মাঠেই আরেকটি কোয়ার্টার-ফাইনালে ১৩৪ রানের পুঁজি নিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে গেছে আফগানিস্তান। টুর্নামেন্টে আরও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী সোমবার বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। বিজয়ী দল খেলবে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। রকিবুল আরও বলেন, ‘ আজ (গতকাল) উইকেটের কারণে ব্যাটসম্যানরা স্বস্তিতে ছিল না। আমাদের জন্য হতাশাজনক। তবে টুর্নামেন্টে আমরা এখন সামনে তাকিয়ে আছি। ‘

LEAVE A REPLY