সিন্ডিকেটের খপ্পরে কাঁচা পাট, অভিযান চালাবে সরকার

বেআইনিভাবে কাঁচা পাট মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেছেন, অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচা পাট সরবরাহ নিশ্চিতকরণ এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বেগবান করার লক্ষ্যে কাঁচা পাট সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার।

আজ রবিবার সচিবালয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ), বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) ও বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) নেতাদের সঙ্গে আলোচনাকালে বস্ত্র ও পাটমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুর রহমান, বিজেএর চেয়ারম্যান  শেখ সৈয়দ আলী, বিজেএমএর  চেয়ারম্যান মো. আবুল হোসেন, বিজেএসএর চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

পাটমন্ত্রী বলেন, দেশে কাঁচা পাটের সংকট তৈরি হওয়ায় পাটকলগুলোর উৎপাদন ঝুঁকিতে পড়েছে। এ অবস্থায় পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় অব্যাহত রাখতে কাঁচা পাটের সরবরাহ নিশ্চিতে সরকার কার্যকর ব্যবস্থা নেবে। এ জন্য লাইসেন্সবিহীন অসাধু ব্যবসায়ীদের কাঁচা পাট ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত রাখা, ভেজা পাট ক্রয়-বিক্রয় রোধ, বাজারে কাঁচা পাটের সরবরাহ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে পাট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

কাঁচা পাটের ডিলার বা আড়তদারেরা এক হাজার মণের বেশি কাঁচা পাট এক মাসের বেশি সময় ধরে মজুত করতে পারবেন না বলে জানান গোলাম দস্তগীর গাজী। তিনি জানান, এ বিষয়ে ব্যবস্থা নিতে পাট অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, চলতি পাট মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট চাষ নিশ্চিতে বীজ সরবরাহ ঠিক রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। মানসম্মত পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে পাঁচ বছরের জন্য কৃষি মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথ উদ্যোগে একটি রূপকল্প তৈরি করেছে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ উন্নত পাটবীজ উৎপাদনে স্বনির্ভর হবে। এ পাট মৌসুম থেকে রোডম্যাপ বাস্তবায়ন শুরু হবে।

এক বছর আগে সব রেকর্ড ভেঙে কাঁচা পাটের মণপ্রতি দাম ৭ হাজার টাকা ছুঁয়েছিল। তখন পাটকলমালিকেরা সোচ্চার হলে ধীরে ধীরে দাম কমতে থাকে। গত জুলাইয়ে শুরু হওয়া চলতি মৌসুমে কাঁচা পাটের দাম ছিল আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা মণ। দুই মাস না যেতেই শুরু হয় অস্থিরতা। ডিসেম্বরে কাঁচা পাটের দাম গিয়ে ঠেকে ৩ হাজার ৮০০ টাকায়।

LEAVE A REPLY