মিয়ানমারে সেনা অভ্যুত্থানের এক বছর

ইল ছবিঅ-অ+

এক বছর আগে সেনাবাহিনীর অভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছিল মিয়ানমারের গণতান্ত্রিক সরকার। ক্ষমতা দখল করেছিল জান্তা। এরপর সে দেশে অনেক ঘটনা ঘটেছে এবং বহু মানুষের প্রাণ গেছে।  

মিয়ানমারের নোবেলজয়ী নেতা অং সান সুচিকে কারাদণ্ড দিয়েছে দেশটির বিচার বিভাগ।

অভ্যুত্থানের পর মিয়ানমারের সেনা শাসকদের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল যু্ক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা কিছু দেশ।  

অভ্যুত্থানের এক বছর পর আবারও নতুন নিষেধাজ্ঞা জারি করা হলো। জানা গেছে, মিয়ানমারের সেনাবাহিনীর অ্যাটর্নি জেনারেল থিডা উ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টুন টুন উ, দুর্নীতিবিরোধী কমিশন প্রধান টিন উ-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ক্যানাডা যৌথভাবে এই নিষেধাজ্ঞা জারি করেছে।

তিন দেশের নিষেধাজ্ঞা জারি হওয়ার পর সুচির বিরুদ্ধে। বর্তমানে তিনি কারাগারে শাস্তি ভোগ করছেন।  

এবার তার বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, দেশটির তথ্য বাইরে পাচার করার অভিযোগ তোলা হয়েছে। আবার তার বিচার শুরু হবে।  

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সুচির বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ হলে ১০০ বছরের কারাদণ্ড হতে পারে।  

তবে অভিযোগ উঠছে, বিচারের নামে প্রহসন চলছে মিয়ানমারে। সে কারণে মিয়ানমার প্রশাসন সুচির বিরুদ্ধে নতুন অভিযোগগুলো অল্প সময়ের মধ্যে আদালতে প্রমাণ করে দেওয়ার শঙ্কা আছে।

গত এক বছর চরম সঙ্কটের মধ্য দিয়ে পার করেছে মিয়ানমারের সাধারণ মানুষ। অভ্যুত্থানের পর থেকেই সে দেশের গণতন্ত্রপন্থিরা রাস্তায় নেমে রাগাতার আন্দোলন করেছেন।  

সে দেশে গত এক বছরে দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে পুলিশের অত্যাচারে। তার পরেও আন্দোলন থামেনি। এরই মধ্যে সুচির বিরুদ্ধে শাস্তি ঘোষণা হয়েছে।
সূত্র: ডয়চেভেলে।

LEAVE A REPLY