পাওয়া গেল জাপানে বিধ্বস্ত যুদ্ধবিমানের অংশ, সন্ধান চলছে দুই ক্রুর

জাপানের বিমান ও নৌযানগুলো  একটি বিধ্বস্ত যুদ্ধবিমানের দুই ক্রুর অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। একদিন আগে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরকারের এক মুখপাত্র এ কথা জানায়।

সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের জানান, এফ-১৫ যুদ্ধবিমানের একটি অংশ পাওয়া গেছে, তবে কর্তৃপক্ষ এখনও বিমানের দুই ক্রুর অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।মাতসুনো বলেন, যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল, সোমবার বিকালে উড্ডয়নের পরপরই রাডার থেকে বিমানটি অদৃশ হয়ে যায়।

এটি জাপান সাগরে মধ্য ইশিকাওয়া অঞ্চলে কোমাতসু বিমান ঘাঁটি থেকে প্রায় ৫ কিলোমিটার (তিন মাইল) পশ্চিম-উত্তর-পশ্চিমে অদৃশ হয়ে যায়।

মাতসুনো বলেন, “ওই এলাকায় যুদ্ধবিমানটির মূল বডির অংশ পাওয়া গেছে এবং বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

মুখপাত্র বলেন, নিখোঁজ ক্রুদের খুঁজে বের করার জন্য সব ধরণের চেষ্টা করা হচ্ছে, সেলফ ডিফেন্স ফোর্সের বিমান এবং জাহাজগুলোর পাশাপাশি কোস্টগার্ডের টহল বোটগুলো ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।

LEAVE A REPLY