যে কারণে বরখাস্ত হলেন অস্কার, গ্র্যামীজয়ী অভিনেত্রী

উপি গোল্ডবার্গ

নাৎসি গণহত্যা নিয়ে মন্তব্যের জেরে অভিনেত্রী উপি গোল্ডবার্গকে দুই সপ্তাহের জন্য টক শো থেকে বরখাস্ত করেছে এবিসি নিউজ।

যদিও এর মধ্যেই নিজের মন্তব্যের জন্য দুই দফা ক্ষমা চেয়েছেন বহুমুখী প্রতিভার এই টিভি ব্যক্তিত্ব।

এর আগে সোমবার এক টিভি অনুষ্ঠানে ইহুদি গণহত্যাকে জাতিগত হত্যা নয়, বরং মানুষের প্রতি মানুষের অমানবিকতা বলে উল্লেখ করেছিরেন গোল্ডবার্গ। তাঁর এই মন্তব্যের ব্যাপক প্রতিক্রিয়া হয়।

kalerkantho

এমি, গ্র্যামি, অস্কার ও টনি পুরস্কার জিতেছেন গোল্ডবার্গ

এর পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিল এবিসি কর্তৃপক্ষ। চ্যানেলটির প্রেসিডেন্ট কিম গডউইন এক বিবৃতিতে বলেন, ‘তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ভুল মন্তব্যের জন্য উপি গোল্ডবার্গকে দুই সপ্তাহের জন্য বরখাস্ত করছি। সে তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে। আমি তাকে সময় নিতে বলেছি, যাতে সে নিজের মন্তব্যের প্রভাব নিয়ে ভাবতে পারে। ’

এ ছাড়া বিবৃতিতে চ্যানেল কর্তৃপক্ষ ইহুদি জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা প্রকাশ করে।

৬৬ বছর বয়সী গোল্ডবার্গ একাধারে অভিনেত্রী, কমেডিয়ান, লেখক, টিভি ব্যক্তিত্ব। নিজের কীর্তির জন্য এরই মধ্যে এমি, গ্র্যামি, অস্কার ও টনি পুরস্কার জিতেছেন তিনি।

সূত্র : বিবিসি।

LEAVE A REPLY