মেহেরপুরে ‘হলুদ শহর’

রাকিব হোসেন ইভান ও জান্নাতুল ঋতু

সদ্য কৈশোর থেকে তারুণ্যে পা দিয়েছে দুজন। ভালোবাসার অনুভূতি ভালোমতোই জাঁকিয়ে বসেছে। ধীরে ধীরে তাদের মধ্যে হয় প্রণয়। কিন্তু সময়ের সঙ্গে দুই তরুণ তরুণীর পথচলা সহজ হয় না।

সামাজিক কারণে তৈরি হয় বিভাজন। এরপর আলাদা আলাদাভাবে চলতে থাকে দুজনের ‌সংগ্রামী জীবন। ১৯৯০ দশকের প্রেক্ষাপটে এমন গল্প নিয়ে  রাইসুল ইসলাম অনিক তৈরি করছেন ছবি ‘হলুদ শহর’।

আজ থেকে মেহেরপুরে শুরু হয়েছে এই চলচ্চিত্রের কাজ। তবে আজ কেবল সেট তৈরির কাজ চলবে, কাল সকাল থেকে হবে শুটিং। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দুই নতুন মুখ রাকিব হোসেন ইভান ও জান্নাতুল ঋতু। এছাড়াও আছেন নরেশ ভূইয়া, আনোয়ার শাহী, ফরহাদ লিমন, শেখ স্বপ্না, শাহীন মৃধা, মনিরুজ্জামান মনিসহ অনেকেই।

নির্মাতা অনিক জানান, নব্বই দশকে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করছেন তিনি। ৯০ দশকের আবহ ঠিকঠাক মতো তুলে ধরতে শুটিং হবে প্রত্যন্ত অঞ্চলে। যেখানে কিছুটা হলেও পুরনো দিনের আবহ পাওয়া যাবে।   
মেহেরপুরে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুটিং। এছাড়া গল্পের প্রয়োজনে ছবিটির শুটিং হবে মুজিবনগর, চুয়াডাঙ্গা ও খুলনায়।   ‌
‘হলুদ শহর’ চলচ্চিত্রে গ্রাফিক্স ও অ্যামিনেশন ব্যবহারও থাকবে বলে জানান পরিচালক

রাইসুল ইসলাম অনিকের গল্প ও পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের সৌর ও ভারতের অধ্যায়ন ধারা। প্রযোজনা সংস্থা সঙ্গীর ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি।

LEAVE A REPLY