কবীর সুমন
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে কবীর সুমনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সুরজিৎ ভৌমিক নামের এক ব্যক্তি। আজ ভারতের ত্রিপুরায় আর কে পুর থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। এজহারে তিনি অভিযোগ করেছেন, কবীর সুমনের সাম্প্রতিক মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সম্পর্ক নষ্ট করছে।
তাঁর দাবি, দেশে শান্তি বজায় রাখতে শিল্পীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। থানায় এজাহার দায়ের নিয়ে শিল্পীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
একটি ফোনালাপ ঘিরে গেল কয়েকদিন ধরেই সমালোচিত হন বাংলা গানের কিংবদন্তি শিল্পী। সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী-কাণ্ডে এক বেসরকারি সাংবাদিকের সঙ্গে সুমনের ফোনালাপ ফাঁস হয়। যেখানে গায়ককে অশ্লীল ভাষায় গালি দিতে শোনা যায়।
পরে অবশ্য নিজের বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন।