জন্মদিনে শুভকে শুভেচ্ছা জানালেন শাকিব

শাকিব খান ও শুভ

সচরাচর ঢাকাই চলচ্চিত্রের তারকারা সামসামনি দেখা হলে হাসিমুখে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে পারতপক্ষে এড়িয়েই চলেন, প্রশংসাসূচক বাক্য বা শব্দ ব্যয় করতে দেখা যায় না বললেই চলে। সেই প্রবণতা থেকে ক্রমেই বেরিয়ে আসছেন শিল্পীরা। আজ ঢালিউডের ‘বঙ্গবন্ধু’ আরিফিন শুভর জন্মদিন।

১৯৮২ সালের এই দিনে তিনি জন্মেছিলেন ময়মনসিংহে।

বাংলাদেশি চলচ্চিত্রের এই সময়ের শীর্ষ অভিনেতা শাকিব খান জন্মদিনের শুভেচ্ছা জানালেন এই জনপ্রিয় অভিনেতাকে। শাকিব খানের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের ফেসবুক পেইজ থেকে শুভকে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করা হয়। শুভকে সামনে এগিয়ে যাওয়ার জন্য শুভ কামনা জানানো হয়েছে পোস্টে।

লেখা হয়েছে, ‘আরিফিন শুভ জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। সামনে এগিয়ে যাও ৷’ 
ফেসবুক পেইজটি শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠানের হলেও পোস্টটিতে ‘তোমাকে’, ‘এগিয়ে যাও’ এমন শব্দ ও বাক্য ব্যবহার করায় ধরে নেওয়া যায় শাকিব খানই শুভকে শুভেচ্ছা জানিয়েছেন। শাকিব ও শুভ একসঙ্গে অভিনয়ও করেছেন ৷ সাফিউদ্দিন সাফির ব্যবসাসফল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ করেছেন তাঁরা ৷

বাংলাদেশি চলচ্চিত্রের প্রথম সারির অভিনেতা আরিফিন শুভ। র‍্যাম্প মডেলিং দিয়ে অভিনয়জীবন শুরু করলেও এখন চলচ্চিত্রের চাহিদাসম্পন্ন অভিনেতা। বিশেষ করে ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্র দিয়ে বুঝিয়ে দিয়েছেন চলচ্চিত্রে তিনি সাময়িক নন, একটা দীর্ঘ সময় প্রভাব রেখে যাবেন।

LEAVE A REPLY