আর্চারির মাঠে ফুটবল, অনুশীলন করেননি রোমান সানারা

দেশের ফুটবল এখন নাটকীয়তায় রূপ নিয়েছে। কাল থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগ ফুটবলের জন্য ভেন্যু সংকটে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সকে ভেন্যু হিসেবে বাদ দেয়ার পর বাকি ছিল দুটি ভেন্যু। এর মধ্যে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম নিয়ে দেখা দিয়েছে সংকট।

বিজ্ঞাপনকেননা এখানে অনুশীলন করে দেশের আর্চাররা। কিন্তু প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজনের জন্য মাঠের কাজ করেছে বাফুফে। মাঠের সেই অবস্থা দেখেই অবাক হয়েছেন আর্চারের জার্মান কোচ মার্টিন ফেডেরিক। বাফুফের কর্মকাণ্ড দেখে আর্চারদের বুধবারের অনুশীলন বাতিল করে দিয়েছেন এই ব্রিটিশ কোচ।

গণমাধ্যমের উদ্দেশ্যে পাঠানো এক বিবৃতিতে মার্টিন ফেডেরিক উল্লেখ করেছেন, ‘৩১ জানুয়ারি আর্চারি ফেডারেশন বাফুফে থেকে একটি চিঠি পায়। যেখানে প্রিমিয়ার লিগ ফুটবলের পরিকল্পনা জানানো হয়। ফেব্রুয়ারি মাসের ১৫ দিনেই এখানে ম্যাচ রয়েছে। জাতীয় দলের আর্চারদের বুধবার বিকেলে অনুশীলন আমি বাতিল করেছি। এখানকার পরিস্থিতি অবিশ্বাস্য। কোনও পরিকল্পনা নেই, নেই দু’পক্ষের সমঝোতা। এটা একপ্রকার অসম্মানজনক কাজ। ‘ এমন পরিস্থিতির পর জরুরি সভা ডেকেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

বর্তমানে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি সারছে আর্চাররা। মার্চে এশিয়ান গেমসের পর এপ্রিলে বিশ্বকাপে খেলবে রোমান সানারা। বর্তমানে আর্চারি দেশের একটি সম্ভাবনাময় খেলা। ইতিমধ্যে বেশ কিছু সাফল্য বয়ে এনেছেন রোমান সানা-দিয়া সিদ্দিকিরা।

LEAVE A REPLY