মেসিকে টপকে রেকর্ড গড়লেন সুয়ারেস

ভাবা যায়! লিওনেল মেসিকে টপকে রেকর্ড নিজের করে নিয়েছে অন্য কোনো ফুটবলার? ভাবতে না পারলেও এমনটাই করে দেখালেন উরুগুয়েন ফরোয়ার্ড লুইস সুয়ারেস। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতার মালিক এখন তিনিই।

কাতার বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় লিওনেল মেসিকে বিশ্রাম দিয়ে স্কোয়াডের বাইরে রাখেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কোলানি। আর এই সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন সুয়ারেস।

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে দুই গোল করে টপকে গেছেন লিওনেল মেসিকে। বিশ্বকাপ বাছাইপর্বে ৫৮ ম্যাচে লিওনেল মেসির গোল সংখ্যা ছিল ২৭টি, যা ছিল লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ।  

গত শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে গোল করে মেসির সমান ২৭ গোল স্পর্শ করেন সুয়ারেস। আর বুধবার ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে ছাড়িয়ে যান সাত বারের ব্যালন ডি’অর জেতা লিওনেল মেসিকে। এই ২৮ গোল করতে লুইস সুয়ারেস খেলেছেন ৬০টি ম্যাচ। তবে সব মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটা গড়তে অবশ্য আরো অনেক পথ পারি দিতে হবে সুয়ারেসকে। মধ্য আমেরিকান দল গুয়াতেমালার ফরোয়ার্ড কার্লোস রুইজ ৩৯ গোল নিয়ে আছেন তালিকার শীর্ষে।

উরুগুয়ের জার্সিতে এখন পর্যন্ত ১৩০টি ম্যাচ খেলেছেন এই ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড, করেছেন ৬৭টি গোল।

LEAVE A REPLY