মধ্যরাতে বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার ঘোষণা, ‘দেখা যাক ভালো কোনো খবর দিতে পারি কি না। ’ দলবদল শেষ হতে তখন বাকি আর কয়েক ঘণ্টা। পিয়েরে এমেরিক অবামেয়াং চলে এসেছেন বার্সেলোনা শহরে। কিন্তু বেতন নিয়ে বনিবনা না হওয়ায় ইংল্যান্ডের দৈনিকগুলো জানায়, ভেস্তে গেছে চুক্তিটা।
নাটকের শুরু এরপর। আর্সেনাল চুক্তি বাতিল করে অবামেয়াংয়ের সঙ্গে! শৃঙ্খলাভঙ্গের কারণে আর্সেনালে নেতৃত্ব হারিয়েছিলেন আগেই। জায়গা হচ্ছিল না দলেও। আর্সেনাল তাই চুক্তির বাকি ১৮ মাসের ২৫ মিলিয়ন ইউরো বেতন বাঁচায় সম্পর্ক ছেদ করে। লন্ডনের ক্লাবটিতে তাঁর বেতন ছিল সপ্তাহে চার লাখ ২০ হাজার ডলার। সেটা দেওয়ার সামর্থ্য নেই বার্সার। তাই গুঞ্জন ছড়ায় সৌদি আরবের আল নাসর ক্লাবে যাচ্ছেন অবামেয়াং। শেষ পর্যন্ত ফ্রি ট্রান্সফারে মৌসুমে মাত্র দুই মিলিয়ন ইউরো বেতনে আর্সেনাল থেকে বার্সেলোনায় খেলতে রাজি হন গ্যাবন অধিনায়ক। তবে মৌসুম শেষে আর্থিক দৈন্য কাটাতে পারলে কিংবা উসমান দেম্বেলে চলে গেলে বেতন বাড়বে বলে জানায় মার্কা। একেবারে শেষ বেলায় বনিবনা হওয়ায় এটাকে ‘ইনজুরি টাইমের চুক্তি’ বলছে ইউরোপিয়ান সংবাদমাধ্যম।
এদিকে ইউরোয় হৃদরোগে আক্রান্ত ক্রিস্টিয়ান এরিকসেনকে ছেড়ে দিয়েছিল ইন্টার মিলান। ডেনমার্কের এই তারকা অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন তবু। ইংল্যান্ডের ক্লাব ব্রেন্টফোর্ড নতুন ঠিকানা তাঁর। জার্মানির ‘দ্য বিল্ড’ জানিয়েছে, আগামী মৌসুমে বিনা পয়সায় কিলিয়ান এমবাপ্পেকে পেতে চলেছে রিয়াল। বছরে ৫০ মিলিয়ন ইউরো বেতন পাবেন এই ফরাসি, যা এই সময়ের সর্বোচ্চ।
দলবদলের এই সময়ে চেলসি কিংবদন্তি ফ্রাংক ল্যাম্পার্ড কোচ হয়েছেন এভারটনের। ধারে টটেনহাম থেকে ল্যাম্পার্ড আনতে পেরেছেন ইংল্যান্ডের তারকা ডেল আলীকে।