অন্যের হয়ে জেল খাটা নকল সোহাগ ৫ দিনের রিমান্ডে

মিথ্যা পরিচয় দিয়ে অন্যের হয়ে জেল খাটার অভিযোগে নকল সোহাগের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন কোতোয়ালি থানার মামলায় আসামি হোসেনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো.আবু সাঈদ চৌধুরী।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল ১ ফেব্রুয়ারি প্রকৃত আসামি বড় সোহাগকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এসময় সোহাগ নামধারী হোসেনকে হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে থানায় সোপর্দ করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক। সেইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত নকল সোহাগসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৬ নভেম্বর রাজধানীর কদমতলী এলাকায় হুমায়ুন কবির নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় বড় সোহাগসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ২০১০ সালে গ্রেপ্তার হন বড় সোহাগ। আর ২০১৪ সালে জামিনে গিয়ে পলাতক হন তিনি। ২০১৭ সালে বড় সোহাগসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। পরের বছর ২০১৮ সালে বড় সোহাগ পরিকল্পনা করে নকল সোহাগকে আদালতে আত্মসমর্পণ করান। আদালত পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

LEAVE A REPLY