রিচা চাড্ডা ও আলি ফজল
ততটা আলোচিত নন। কিন্তু তাঁদের হয়ে কথা বলে কাজ। ওয়েব, চলচ্চিত্রে খুবই নিয়মিত রিচা, অন্যদিকে আলি নিয়মিত হলিউডে। এ মাসে মুক্তি পাবে দুজনেরই নতুন ছবি।
রিচা-আলির রসায়ন নিয়ে লিখেছেন লতিফুল হক
এক যুগের ক্যারিয়ারে প্রচুর কাজ করেছেন রিচা চাড্ডা। এরমধ্যে যেমন ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘মাসান’, ‘সর্বজিত্’, ‘ফুকরে’র মতো প্রশংসিত ছবি আছে তেমনই আছে ‘লাহোর কনফিডেনশিয়াল’, ‘ক্যাবারে’র মতো কম আলোচিত ছবিও। গেল তিন বছরেই রিচা করেছেন ১৬টি ওয়েব ছবি ও সিরিজ!
রিচা চাড্ডা ও আলি ফজল
‘পেশাদার অভিনেত্রী হিসেবে আমাকে প্রচুর কাজ করতে হয়। এটাও সত্যি যে সব কাজের মান সমান না। কেবল বড় পরিচালকের ভালো চিত্রনাট্যে কাজ করব এই আশায় থাকলে তো খুব বেশি কাজ পাব না। সব কাজের মান সমান রাখা কোনো পেশাদার অভিনেত্রীর পক্ষেই সম্ভব না,’ বলেন রিচা।
রিচা চাড্ডা ও আলি ফজল
তবে এতো কাজের আরেকটি ভালো দিক আছে রিচার কাছে, ‘প্রচুর কাজ করতে গিয়ে আমি নানা ধরণের চরিত্রের সঙ্গে পরিচিত হয়েছি। রাজনৈতিক নেত্রী, ক্যাবারে ডান্সার, গুপ্তচর থেকে প্রেমিকা এমন বিচিত্র চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে, নিজের দক্ষতাও বেড়েছে। এটা পরে কাজে লাগবে। ’
হ্যালোউইন সাজে রিচা চাড্ডা ও আলি ফজল
অভিনয় ছাড়া বলিউড তো বটেই ভারতীয় সমাজে নানা ধরণের বৈষম্য, নারীর প্রতি সহিংসতা নিয়ে সবসময়ই সোচ্চার রিচা। অনেকে মনে করেন যে কারণে ভালো কাজ করলেও তাঁর কোনো পুরস্কার বা স্বীকৃতি মেলে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনেত্রী হিসেবে স্বীকৃতির জন্য আমি এখন কাজ করিনা, অনেক আগে সেটা ছেড়ে দিয়েছি। ভালো কিছু কাজের সঙ্গে যুক্ত থাকতে পারলেই খুশি। ’
রিচা চাড্ডা
কয়েক বছর ধরেই ‘ফুকরে’ সহকর্মী আলি ফজলের সঙ্গে প্রেম করছেন রিচা। এ নিয়ে তারা কখনও লুকাছাপা করেননি। ২০২০ সালে তো তাঁদের বিয়েও হওয়ার কথা ছিলো। কয়েকবার সূচী বদল করেও কভিডের কারণে সেটা আর হয়ে ওঠেনি। দুজনের সম্পর্ক নিয়ে রিচা বলেন, ‘আমরা দুজন দুজনের কাজের কট্টর সমালোচক। একজন আরেকজনের কাজ নিয়ে নিয়মিত কথা বলি, কে কী করছি, কীভাবে করছি এসব নিয়ে আলাপ হয়। এটা দুজনেরই কাজে আসে,’ বলেন রিচা।
রিচা চাড্ডা
নতুন খবর সামনের মাসেই করতে চলেছেন দুজন। মার্চেই শুরু হবে রিচা-আলির হিট ছবি ‘ফুকরে ৩’ শুটিং। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মুম্বাইতে শুটিং চলার সময়ই কয়েকদিনের ছুটি নিয়ে বিয়ে করবেন তারা।
‘ফুকরে’, ‘হ্যাপি ভাগ জায়েগি’, ‘রে’ ছাড়া ভারতে আলির তেমন আলোচিত কাজ নেই। তবে তিনি সবাইকে টেক্কা দিয়েছেন হলিউডে গিয়ে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র করেছেন। সামনে দেখা যাবে ‘ডেথ অন দ্য নাইল’, ‘কান্দাহার’-এর মতো বড় বাজেটের ছবিতে।
রিচা চাড্ডা
‘চার বছর ধরে হলিউডে কাজ করছি। নিজের ভাগ্য নিজেকেই গড়ে নিতে হয়েছে। প্রমাণ করতে পেরেছি যে অভিনেতা হিসেবে ভারতীয়দের যেভাবে ভাবা হয় তার চেয়েও বেশি দেওয়ার ক্ষমতা আছে,’ বলেন আলি।
অভিনেত্রী, প্রেমিকা হিসেবে রিচাকে নিয়ে গর্ব করেন আলি। সম্প্রতি রিচা প্রযোজিত প্রথম ছবি ‘গার্লস উইল বি গার্লস’ ফরাসি সরকারের অনুদান পেয়েছে। যা নিয়ে দারুণ আনন্দিত আলি, ‘রিচা আর আমি অসম্ভব আনন্দিত। আমরা যে ধরণের নিরীক্ষাধর্মী কাজ করতে চাই এটা তাঁর শুরু। ’
কাকতালীয়ভাবে এ মাসের প্রথম দুই সপ্তাহে মুক্তি পাচ্ছে রিচা ও আলির সিরিজ ও ছবি। আগামীকাল ডিজনি প্লাস হটস্টারে আসবে রিচার ওয়েব সিরিজ ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’।
রিচা চাড্ডা
অজয় দেবগন প্রযোজিত, তিমাংশু ধুলিয়া পরিচালিত ক্রাইম-ড্রামাটি তৈরি হয়েছে বিকাশ স্বরূপের উপন্যাস ‘সিক্স সাসপেক্ট’ অবলম্বনে। রিচা মনে করেন ওয়েবে মানুষ যে ধরণের গল্প দেখতে চায় এটা ঠিক তেমনই। সিরিজে রিচা ছাড়াও আছেন ‘স্ক্যাম ১৯৯২’খ্যাত প্রতীক গান্ধী, পাওলি দাম, শারিব হাশমি।
অন্যদিকে ১১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কেনেথ ব্রানার ছবি ‘ডেথ অন দ্য নাইল’। আগে পরিচালক আগাথা ক্রিস্টির প্রখ্যাত বেলজিয়ান গোয়েন্দা ‘এরকুল পোয়ারো’ নিয়ে তৈরি করেছিলেন ‘মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’। সেই ধারাবাহিকতায় আসছে নতুন ছবিটি।
‘ডেথ অন দ্য নাইল’-এ গাল গ্যাদত ও আলি ফজল
যেখানে পোয়ারোর চরিত্রে আগের মতো অভিনয় করেছেন পরিচালক স্বয়ং। এছাড়াও আছেন গাল গ্যাদত, অ্যামি হ্যামার।