আর্চাররা ক্ষুব্ধ

ফাইল ছবি

দেশের ক্রীড়াঙ্গনের সম্ভাবনাময় খেলা আর্চারি ইতোমধ্যে ব্যক্তিগত ও দলগত ইভেন্টে বেশ কয়েকটি পদক
উপহার দিয়েছে দেশকে। কিন্তু সেই আর্চাররাই এখন এক প্রকার অবহেলার শিকার। কারণ তাদের
অনুশীলনের মাঠে শুরু হয়েছে ফুটবল লিগ। তীর-ধনুকের ট্রেনিং বাদ দিয়ে এখন বসে কাটাতে হবে
তাদের আর এটা মেনে নিতে পারছেন না রোমান সানা, দিয়া সিদ্দিকীর মতো তারকারা।

বিজ্ঞাপন

আগামী সেপ্টেম্বরে চীনের হাঞ্জুতে হবে এশিয়ান গেমস। এ উপলক্ষে মার্চে আছে এ প্রতিযোগিতার বাছাই। একই মাসে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। এপ্রিলে আছে আর্চারি বিশ্বকাপ। ব্যস্ত সূচীর আগে
পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাচ্ছেন না আর্চাররা। তাই টঙ্গীর মাঠে ফুটবল ম্যাচ আয়োজনে আর্চারদের পানিতে
ফেলে দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্বকাপ আর্চারিতে রূপাজয়ী দিয়া সিদ্দিকী, ‘এটা একদম পানিতে
ফেলে দেওয়ার মত অবস্থা। ২ তারিখে আমরা অনুশীলন করতে এসে দেখি আমাদের টার্গেট বোর্ড সরিয়ে ফেলা
হয়েছে। পরে আর্চারি ফেডারেশন থেকে জানায় এখানে ফুটবল ম্যাচ হবে। এরপর কোচ অনুশীলন বাতিল করে
দেন। এখন আমরা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুধু সকালে অনুশীলন করবো। ফুটবলের জন্য বিকেলের অনুশীলন বন্ধ। ’

‘দেখেন সামনে আমাদের এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে, এর আগে যদি প্রস্তুতি নিতে না পারলে রেজাল্ট খারাপ হবে। খেলাটা এমন, কিছুদিন ট্রেনিং ছাড়া থাকলে স্কোর কমে যায়। তাছাড়া ফুটবলারদের মতো আমরা এতো টাকা পাইনা। এমনিতেই আমাদের বেতন কম। ’

ফুটবল ফেডারেশন ও আর্চারি ফেডারেশন আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর মাঠে আলোচনায় বসেছিল। সভার
বিষয়ে দিয়া বলেন, ‘আমাদের সভাপতি জানিয়ছেন, ১৮ তারিখ পর্যন্ত বাফুফে যে সূচী করছে সেভাবেই চলবে।
এরপর থেকে হয়তো আমরা দুই বেলা অনুশীলন করতে পারবো। ’

LEAVE A REPLY