বাংলাদেশের বিপক্ষে ধাওয়ানের রেকর্ড ভাঙলেন ‘বেবি এবি’

ব্যাটিং স্টাইলের কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিশ্বজুড়ে আলোচনায় চলে এসেছেন ডেওয়াল্ড ব্রেভিস। সবাই তাকে দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্সের ছোট সংস্করণ ‘বেবি এবি’ হিসেবে ডাকছে। তার ম্যাচ জেতানো সেঞ্চুরিতে এবারের যুব বিশ্বকাপ ৮ম হয়ে শেষ করল গতবারের শিরোপাজয়ী বাংলাদেশ। চ্যাম্পিয়নদের ২ উইকেটে হারিয়ে সপ্তম স্থান পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

এই ম্যাচেই দারুণ এক রেকর্ড গড়েছেন ব্রেভিস।

বাংলাদেশকে হারানোর পথে ১৮ বছর বয়সী ব্রেভিস খেলেছেন ১৩০ বলে ১১ চার ও ৭ ছক্কায় ১৩৮ রানের ইনিংস। এর মাধ্যমে তিনি যুব বিশ্বকাপে রানের রেকর্ড গড়ে ফেলেছেন।  ৮৪.৩৩ গড়ে ৫০৬ রান নিয়ে এবারের যুব বিশ্বকাপ শেষ করলেন ব্রেভিস। এতদিন যুবাদের বিশ্বকাপ আসরে সর্বোচ্চ রান ছিল ভারতের ওপেনার শিখর ধাওয়ানের।  বাংলাদেশে অনুষ্ঠিত ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় ব্যাটসম্যান ৮৪.১৬ গড়ে ৫০৫ রান করেছিলেন।

ব্রেভিস আর ধাওয়ান ছাড়া যুব বিশ্বকাপের ইতিহাসে আর কোনো ক্রিকেটার এখনো ৫০০ রানও করতে পারেনি। ১৮ বছর আগে ৫০৫ রান করতে ধাওয়ান ম্যাচ খেলেছিলেন ৮টি। এক ম্যাচ কম খেলে এখানেও এগিয়ে ব্রেভিস।  ১৯৮৮ সালে প্রথম যুব বিশ্বকাপে ৪৭১ রান করেছিলেন তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়ার ব্রেট উইলিয়ামস। এছাড়া চার নম্বরে থাকা আরেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্যামেরন হোয়াইট ২০০২ আসরে ৪২৩ রান করেছিলেন।

LEAVE A REPLY