সরফরাজকে এবার ‘বাস কন্ডাক্টর’ বললেন সালমান বাট!

পাকিস্তানের দুই সাবেক ও বর্তমান ক্রিকেটারের মাঝে কথার লড়াই জমে উঠেছে। খোঁচাটা দিয়েছিলেন সালমান বাট। তিনি উইকেটকিপার ব্যাটার সরফরাজ আহমেদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। জবাবে সালমানকে ঘায়েল করতে মোক্ষম অস্ত্রটিই বেছে নেন সরফরাজ।

বিজ্ঞাপন’জুয়াড়ি’ বলে তিনি সালমানকে উড়িয়ে দেন। এবার সালমানও সেই খোঁচার জবাব দিলেন।

চলতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ছন্দে নেই সরফরাজ। পাকিস্তানের সাবেক অধিনায়ককে খেলায় মন দিতে বলেছিলেন সালমান। উত্তরে সরফরাজ টুইটারে লিখেছিলেন, ‘যে জুয়াড়ি মাঠে নেমে পাকিস্তানকে বেচে দেয়, সে যদি দায়বদ্ধতা নিয়ে ভাষণ দেয় তাহলে সৃষ্টিকর্তাই আমাদের বাঁচাতে পারবেন। ‘ কিন্তু সরফরাজের এই বক্তব্য নিয়ে বাটের কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত ইউটিউবে তিনি এর জবাব দিয়েছেন।

এক ইউটিউব ভিডিওতে সরফরাজের বক্তব্যের জবাবে সালমান বাট বলেছেন, ‘তুমি ভুল দোকানে এসেছ। যা চাইছ তা এখানে পাবে না। এখানে অনেক দোকান আছে, যেখানে লোকেরা বাসের কন্ডাক্টরের মতো চিৎকার করতে থাকে। তুমি সেখানে যেতে পার। ‘ উল্লেখ্য, ২০১০ সালে লর্ডস টেস্টে মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফদের সঙ্গে ম্যাচ ফিক্সিংয়ে ধরা খান সালমান বাট। আমির ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও সালমান-আসিফের আর ফেরা হয়নি।

LEAVE A REPLY