পাঞ্জুর এলাকায় পাকিস্তান সেনাবাহিনী।: ছবি : এএফপি
পাকিস্তানের বেলুচিস্তানে এক সংঘর্ষে চার সেনাসদস্য ও কমপক্ষে ১৫ জঙ্গি নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার এ তথ্য জানান।
কয়েক সপ্তাহ ধরে বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পাকিস্তানি সেনাদের ওপর হামলা জোরদার করছে। গত মাসে তারা পূর্বাঞ্চলীয় মহানগর লাহোরে বোমার বিস্ফোরণ ঘটায়।
স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা গত বুধবার দিবাগত রাতে সেনাদের ওপর আক্রমণ চালায়। নাওস্কি ও পাঞ্জুর এলাকায় এ আক্রমণ চালানো হয়। তবে বেলুচ লিবারেশন আর্মি তাদের টেলিগ্রাম চ্যানেলে দাবি করে, এ ঘটনায় বেশ কয়েকজন সেনাসদস্য নিহত হয়েছে। এলাকার দখল করা সামরিক বাহিনীর অবস্থানগুলো এখনো তাদের হাতে রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘বেলুচ লিবারেশন আর্মির মজিদ বিগ্রেডের নিয়ন্ত্রণে আছে নাওস্কি ও পাঞ্জুরের সামরিক ক্যাম্পগুলোর একটা বড় অংশ। বেলুচ শহীদরা এক শর বেশি সামরিক সদস্যকে হত্যা করেছে’।
বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন আর্মি প্রায়ই তাদের সাফল্যের খবর অতিরঞ্জিত করে প্রচার করে। অন্যদিকে সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ নিহতের সংখ্যা কমিয়ে খবর প্রকাশ করে বা দেরিতে খবর জানায়।
সূত্র :এএফপি।