ভারতের কর্নাটকের কলেজের হিজাব বিরোধ আদালতে

হিজাব পরে শ্রেণিকক্ষে প্রবেশের সুযোগের দাবি করা উদুপির কলেজ শিক্ষার্থী মেয়েরা। ছবি : বিবিসি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের উচ্চ আদালতে হিজাব পরা মুসলিম মেয়েদের ক্লাসে যোগদানের অনুমতি দেওয়ার দুটি আবেদনের শুনানি হবে। একটি সরকারি কলেজের ছয় হিজাব পরিহিত ছাত্রীর কয়েক সপ্তাহের বিক্ষোভের পর বিষয়টি আদালতে উঠল।

ছয় বিক্ষোভকারীকে কলেজের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হিজাব পরে ক্লাসে উপস্থিত হতে নিষেধ করেছে। কর্তৃপক্ষের ভাষ্য, মেয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে হিজাব পরতে পারবে, তবে শ্রেণিকক্ষে বসার সময় তা খুলে ফেলতে হবে।

হিজাব নিয়ে এই বিরোধটি ভারতের অনেক সংখ্যালঘু মুসলমানের মধ্যে ভয় ও ক্ষোভের সৃষ্টি করেছে। তারা বলছে, দেশের সংবিধান তাদের যা মন চায় তা পরার স্বাধীনতা দিয়েছে।

বিষয়টি রাজ্যের অন্যান্য কিছু কলেজেও ছড়িয়েছে। গত বৃহস্পতিবার প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, একদল তরুণ হিজাব-পরিহিত মেয়ে শিক্ষার্থীর সামনে কলেজের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এটি অনেকের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। ভিডিওটি কর্নাটকের উদুপি জেলার কুন্দাপুরের একটি কলেজে তোলা। আগের প্রতিবাদটিও উদুপিতে হয়। এটি কর্নাটকের সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল তিনটি উপকূলীয় জেলার মধ্যে একটি।

ভাষ্যকাররা অনেক সময় এই অঞ্চলটিকে বর্ণনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি শক্ত ঘাঁটি হিসেবে।

ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতির সুবিধার জন্য কর্তৃপক্ষের কাছে তাদের শ্রেণিকক্ষে যেতে দেওয়ার জন্য অনুরোধ করছেন। কিন্তু অধ্যক্ষ তাদের হিজাব পরে প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানান।
সূত্র : বিবিসি

LEAVE A REPLY