এবার আমিরাতকে রাফায়েল যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স

হুথিদের আক্রমণ থেকে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমার সুরক্ষা নিশ্চিত করতে রাফায়েল যুদ্ধবিমান সরবরাহের ঘোষণা দিয়েছে ফ্রান্স।

শুক্রবার এ ঘোষণা দিয়েছে ফ্রান্স।এর আগে আমিরাতের নিরাপত্তা জোরদার করতে দেশটিতে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি সংযুক্ত আমিরাতে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে আগে থেকেই ফ্রান্সের সামরিক উপস্থিতি রয়েছে। চুক্তি অনুযায়ী আমিরাতকে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান, ১২টি কারাকাল হেলিকপ্টার এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি সরবরাহের কথা রয়েছে ফ্রান্সের।

LEAVE A REPLY