লতা মঙ্গেশকর [১৯২৯-২০২২]
আজ সকালে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। সুরের পাখির এই প্রয়াণে উপমহাদেশ বটেই পৃথিবীর নানা প্রান্তের বইছে শোক। এই শোক প্রকাশিত হচ্ছে নানাভাবেই। অনেকেই লিখছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে।
পশ্চিমবঙ্গের এ সময়ের জনপ্রিয় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লিখেছেন একটি কবিতা। ‘ভাসান’ কবিতায় লতাকে দেবী সরস্বতীর সঙ্গে তুলনা করেছেন শ্রীজাত।

শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ছবি : খাস খবর
ভা সা ন
রইল পড়ে শুকিয়ে যাওয়া ফুল
রইল পড়ে শুভ্র ডাকের সাজ
মৃত্যুদিনও করেনি খুব ভুল –
সরস্বতী ভাসান যাবেন আজ।
সা থেকে সা আমার দেশের মাটি।
পা থেকে পা মিলিয়ে চলা সুরে,
তাঁর কণ্ঠের আলোতে পথ হাঁটি।
জিরোয় না গান। এমন ভবঘুরে।
জিরোয় শুধু ক্লান্ত শরীরটুকু
সময় এলে বাজে না এস্রাজ…
আলতো হাতে আলগা করি মুকুট,
সরস্বতী ভাসান যাবেন আজ।
প্রাণ যাবে, তাও গান যাবে না কোথাও।
আশেপাশেই থাকবে বাতাস হয়ে
দু’ধারে থাক সুরেলা সভ্যতাও
গান-নদী তার মাঝখানে যাক বয়ে…
দেবীর চালচিত্র ছিল দেশই।
শরীরে তার সুরের কারুকাজ।
এবার তাকে নিঃস্ব দেখায় বেশি,
সরস্বতী ভাসান যাবেন আজ..